আমারা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খুব প্রয়োজনীয় একটি ফ্যান। সাথে বাংলা, অংক ও ইংরেজি খাতা, পেন্সিল কার্টার, এরেজার, পেন্সিল বক্স এবং পেন্সিল প্রদান করা হয়। উক্ত প্রদান অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আমার প্রিয়ভাজন রুদ্র আমিন ভাই ও আরেক প্রিয়ভাজন মিঠুন। তাতে স্কুলের স্বপ্নদ্রষ্টা এই ব্লগের ব্লগার আমার সোশ্যাল ওয়ার্কিয়ের প্রেরনা নীল্কন্ঠ জয়। সে তাঁর কাজের জন্য ও দুরত্বের জন্য আসতে পারে নায়। আর এই স্কুলের, আমাদের স্কুলের অন্যতম ডোনার এবং অভিভাবক, জনপ্রিয় কবি নুরুন্নাহার শিরীন আপু।এই স্কুলের সংগে সুনিবিড়ভাবে যারা জড়িত তাঁরা হলেন, আইরিন আপু, বন্ধুব্লগের পরিচালক এবং সুলেখক কবি রুদ্র আমিন, জুলফিকার জুবায়ের ভাই, তানিম ভাই, মনির হোসেন মমিসহ অনেকে তাদের সকলের মঙ্গল কামনা করি।
তাঁদের মাঝে সময় ছিল খুব আনন্দময়। সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক সতত।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই শিশুগুলোর জন্য মন কাদলেও সাধ্যের শত্রুতায় দূরে সরে আছি যারা আছেন এদের শুভাকাঙ্খি বা দাতা তাদেরকে জানাই প্রণাম সালাম।জয় মজিবর রুদ্র তানিম,মিঠুন ভাইদের জন্য রইল বিশেষ কৃতজ্ঞতা।তাদের শারীরিক মানষিক আর্থিক পরিশ্রমেই স্বপ্নপুর আজও আলোকিত।
এ ব্লগে যারাই আছি,আমারা একই ব্লগ পরিবারের তাই আহবান থাকবে যতটুকু সম্ভব স্বপ্নপুরকে সাপোর্ট দিন।
ধন্যবাদ। -{@
মোঃ মজিবর রহমান
আপনাকে ধন্যবাদ মনির ভাই। আপনাদের আমন্ত্রনের ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য সম্ভব হয়নি।
ইঞ্জা
খুব ভালো কাজ, শুভেচ্ছা রইল।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা নিরন্তর। -{@
ইঞ্জা
(3 -{@
মৌনতা রিতু
খুবই সুন্দর উদ্যোগ। এর সাথে জড়িত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
আপনাকেও শুভেচ্ছা আপু।
জিসান শা ইকরাম
অভিনন্দন সবাইকে।
প্রেরনা দায়ক।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা নিরন্তর।
নিতাই বাবু
ভালো কাজ, প্রশংসনীয়। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
কেম০ন আছেন বস???
-{@
নীলাঞ্জনা নীলা
অসাধারণ উদ্যোগ। ধন্যবাদ মজিবর ভাই।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ অনেক অনেক ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
আপনাদের এই প্রচেষ্টা নিয়মিত অব্যাহত থাক এই কামনা করি। খুবই প্রেরণাদায়ক।
মোঃ মজিবর রহমান
জাতে অব্যাহত রাখতে পারি তাঁর জন্য সকলের জন্য সময়ে অসময়ে প্রার্থনা করবেন। আপু।
স্বপ্ন নীলা
অসাধারণ একটি উদ্যোগ, এই মহান উদ্যোগকে স্বাগত জানাই ——যারা এই মহান কাজে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ ——–
মোঃ মজিবর রহমান
আপনাকেউ ধন্যবাদ আপু।