ব্যবহারকারী নাম
পাসওয়ার্ড
মনে রেখো
কেউ অনলাইনে নেই!
এতো স্বচ্ছ্ব আজ দুপুরের আকাশ অথৈ নীলের নির্জন উচ্ছলতা, অতন্দ্রিলা, ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, অলস দুপুরের জানালা খুলে এমন নিসর্গে চোখ মেলি – বুকের গহীনে এক নিবিড় অনুভব, এ অনুভব উড়িয়ে দিলাম হাওয়ায় অতন্দ্রিলা, এই অনুভব তোমাকে ছুঁবে…..
অবশ্যই ছুঁবে অনেক সুন্দর লিখেছেন ।
খুব ভালো লেগেছে ভাইয়া ।
অতন্দ্রিলা কেমন আছে।
খসড়া বলেছেনঃ অতন্দ্রিলা কেমন আছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অবশ্যই ছুঁবে
অনেক সুন্দর লিখেছেন ।
মিসু
খুব ভালো লেগেছে ভাইয়া ।
খসড়া
অতন্দ্রিলা কেমন আছে।
শিশির কনা
খসড়া বলেছেনঃ অতন্দ্রিলা কেমন আছে।