
একটা রাতের আধারে দেখি সব-
এই ধর যেমন চোখের শ্মশানে
সোনালি ক্ষণ- জোনাকির বাসর;
কেমন জানি জোনাকিকে হারায় মন,
বিরহ মধু- মৌচাক শূন্য ঘরের বাসন কোসন!
তবু সংসার আঘাতে কোথায় জানি
আলোকময়! চাঁদ কেও হারমানায়- অথচ
কে দেখে মাটির চারপাশ স্নেহ আদর!
অগোছালো পাতার বহর আর ঘাসফড়িঙ হাসি
সবই জানি অম্লান করেছে রক্ত ফুলদানি।
০৬ চৈত্র ১৪২৮, ২০ মার্চ ২২
৮টি মন্তব্য
ফয়জুল মহী
বেশ চমৎকার একটি কবিতা।পেয়েছি অনেক মুগ্ধতা। ভালো থাকুক সদা প্রিয় কবি
আলমগীর সরকার লিটন
জি কবি মহী দা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপমায় জীবনবোধের কবিতা কবি দা!
আন্তরিক শুভ কামনা রইল সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
মোঃ মজিবর রহমান
সব মলিন করে ঘরের ভালোবাসা আবেগ ঘরেই থাক কবি ভাই। সুন্দর প্রকাশ।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
চমৎকার কবিতা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিম আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–