সোনেলা ব্লগের মিলনমেলা অনুষ্ঠিত হবে এই কথাটি যেদিন শ্রদ্ধেয় জিসান ভাইয়ের ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম সেদিন থেকেই অন্যরকম এক অনুভূতি কাজ করছিলো নিজের মধ্যে। এতদিন ব্লগে যাদের লেখা পড়েছি তাদের সাথে সামনাসামনি দেখা হবে এটি চরম আনন্দদায়ক একটি খবর ছিলো আমার জন্য।
এরপর কত পরিকল্পনা করা হলো সেদিনের জন্য তা লিখতে গেলে অনেক বড় লেখা হয়ে যাবে। তবে শেষপর্যন্ত যেতে পারিনি এই আফসোস এখনো রয়ে গিয়েছে মনের মাঝে। গতকাল হঠাতই সোনেলার এডমিন ব্লগার তৌহিদ আমাকে অন্যরকম একটি সারপ্রাইজ দিয়েছেন। তিনি শ্রদ্ধেয় জিসান ভাইয়ের পক্ষ থেকে পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগীতার একজন বিজয়ী হিসেবে আমাকে আমার প্রাপ্ত স্মারকটি হাতে তুলে দিয়েছেন।
ব্লগ কর্তৃপক্ষ আমাকে যে সম্মাননা স্মারকটি দিয়েছেন সেটি হয়তো নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে পারিনি। তবে একজন এডমিনের কাছ থেকে আমার পুরস্কারটি গ্রহণ করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি সেইসাথে গর্বিতও। এই মিলনমেলাকে সফলতার সাথে সম্পন্ন করতে সোনেলা ব্লগের যে সকল ব্লগার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। তবে সবচেয়ে বড় ধন্যবাদটি কিন্তু সোনেলা কর্তৃপক্ষের অবশ্যই প্রাপ্য এবং কৃতজ্ঞতাস্বরুপ এই লেখার মাধ্যমে তা আমি জানিয়ে দিলাম।
সেইসাথে “পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতা” এই আইডিয়াটি যার মাথা থেকে এসেছিল সেই লোকটিও ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই ব্লগ কর্তৃপক্ষকেও উৎসব প্রতিযোগীতার আইডিয়াকে অনুমোদন দেবার জন্য। কারণ সেই মানুষটি লেখা উৎসবের প্রথম দিন থেকে শুরু করে বিচারকদের নম্বর প্রদান করার শেষদিন পর্যন্ত, আবার সেগুলো নিয়ে প্রতিদিন সোনেলায় আপডেট দেয়া! এই কষ্টের কর্মটি নীরবে-নিভৃতে করে গিয়েছেন যা আমি চোখের সামনেই দেখেছি। কি করে ভুলি তার সেসব কথা!
বিচারকদের কথা না বললেই নয়! কারণ তারাও নিজেদের মুল্যবান সময় নিয়ে নম্বর প্রদান করেছেন বলেই সফলভাবে পৌষ সংক্রান্তি উৎসব সম্পন্ন করা গিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ।
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর লিখেছেন। নিজের হাতে যেকোনো স্বীকৃতি নিতে সবারই ভালো লাগে, সে এক অন্যরকম অনুভুতি। আশা করছি পরবর্তী মিলনমেলায় দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু।
আশা রাখছি … দেখা হবে।
ইঞ্জা
অভিনন্দন প্রিয় আপু, আপনাদের অদম্য আগ্রহেই এগিয়ে চলেছে এই ব্লগ যা সকল ব্লগারের জানা আছে, এইভাবেই দুজনে হাত ধরাধরি করে সোনেলা ব্লগকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা রইলো।
শুভেচ্ছা জানবেন প্রিয় আপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ ভাইয়া।
আপনাদের অনুপ্রেরণাই তো আমাদের এই পথ চলায় সহায়ক।
ইঞ্জা
আপু প্রতিদিন লিখুন, আপনি ভালো লিখেন আমরা সবাই জানি, আপনার লেখা আরও পড়তে চাই।
ছাইরাছ হেলাল
সবার সম্মিলিত প্রচেষ্টার সাথে কারো কারো বেশি-বেশি আন্তরিক শ্রমের ফসল
আমাদের সোনেলা পরিবার। সেটি আমরা সবাই মানি/জানিও।
তৌহিদ ভাই তেমন-ই একজন।
আপনি/আপনাদের সাথে সবার মাঝে সময় কাটাতে পারলে আনন্দ আর বহুগুণ বেরে যেত নিঃসন্দেহে।
ভাল থাকবেন সবাই।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
সুপায়ন বড়ুয়া
অভিনন্দন আপু,
সোনেলা অগ্রযাত্রা অব্যাহত থাকুক
আপনাদের পদচারনায় হোক মুখরিত
শুভ কামনা।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা।
নিতাই বাবু
পৌষসংক্রান্তি উৎসব প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন অতঃপর সন্মাননা স্বারক প্রাপ্তিতে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি! ২২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া সোনেলা ব্লগের মিলনমেলার কথা নিজের মনের ভেতরে ছবি করে রেখে দিয়েছি। এরকম আনন্দঘন মিলনমেলা সোনেলা ব্লগ কর্তৃপক্ষের কাছে প্রতিবছরই আশা করি। মিলনমেলা নিয়ে আপনার লেখা পড়ে ভালো লেগেছে। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা।
মিলন মেলায় উপস্থিত থেকে এই স্বারক নিতে পারলে আরো ভালো লাগতো..
কামাল উদ্দিন
এমন ভালোবাসাময় সময় আমাদের জীবনে বইয়ে চলুক অবিরত……
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা
কামাল উদ্দিন
শুভ রাত্রী
আরজু মুক্তা
শুভকামনা আপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
পৌষসংক্রান্তি উৎসব প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।
ইচ্ছে ছিলো মিলনমেলায় আপনাকে নিজহাতে সম্মাননা ক্রেস্ট দেবো। তা পুরন হলো না।
তবে শেষ পর্যন্ত সোনেলার একজন এডমিন এর হাত থেকে সম্মাননা নিতে পেরেছেন, এটাই স্বস্তি।
ভবিষ্যতে কোন এক মিলনমেলায় আমরা সবাইকে পাবো এই আশা রাখি।
শুভ কামনা আপু।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা।
আমারও দূর্ভাগ্য যে আপনার মত গুণীজনের হাত থেকে ক্রেস্ট নিতে পারিনি।
ইনশাআল্লাহ..দাদা আশা রাখছি পরের বার সবার সঙ্গে দেখা হবে নিশ্চই।
হালিম নজরুল
শুভকামনা রইল।
শবনম মোস্তারী
ধন্যবাদ দাদা।
সাবিনা ইয়াসমিন
পুরস্কার প্রাপ্তির জন্যে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা রইলো। বিচারকরা তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন যোগ্য লেখকদের নির্বাচিত করে। তাদেরকে অবশ্যই ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে সোনেলা পরিবার একত্রিত হবে নতুন দিনের মিলন উৎসবে।
শুধু ইভেন্টে না, আমরা চাই আপনি নিয়মিত হন। প্রতিনিয়ত লেখা দিন, আমাদের গুলো পড়ে আপনার নিজস্ব মতামত দিয়ে আমাদেরও ধন্য করুন 🙂
অবিরত শুভ কামনা রইলো শবনম,
ভালো থাকুন 🌹🌹
শবনম মোস্তারী
ধন্যবাদ আপু।
জ্বি আপু, শ্রদ্ধেয় বিচারকদের দক্ষতার জন্য উনাদের অসংখ্য ধন্যবাদ।
ইনশাআল্লাহ আপু, আশা রাখছি আগামীতে অবশ্যই দেখা হবে..
পড়াশুনার ব্যাস্ততার কারনে এ বছরও হয়তো নিয়মিত লেখা হবেনা, তবে সবার লেখাগুলো অনেক মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি..এবং আমার ক্ষুদ্র জ্ঞান এ মন্তব্য করারও চেষ্টা করি।
আপনাদের সবার অনুপ্রেরণাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সর্বদা।
তৌহিদ
পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতায় একজন বিজয়ী হিসেবে সম্মাননা পাবার জন্য অভিনন্দন।ইনশাআল্লাহ পরেরবার মিলন মেলায় যাবো একসাথে।
ভালো থাকবেন।