সে এসেছিলো গত রাতে

চাটিগাঁ থেকে বাহার ৬ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ০৬:০৭:২৪পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৫ মন্তব্য

সে এসেছিলো গতরাতে
যাকে আহবান করে দুইদিন আগেও কবিতা লিখেছিলাম।
যার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা তৃষ্ণার্থ হৃদয়ে
হাহাকার চিত্তে প্রহর গুনেছি।
যাকে কামনা করেছি প্রতিটি নি:শ্বাসে প্রশ্বাসে।
যার অনুপস্থিতিতে শরীর-মন-দেহে পানিশূন্যতা
বিরাজ করার দ্বারপ্রান্তে।
সে এসেছিলো গতরাতে,
গভীর রাতে যখন আমি অঘুরে ঘুমুচ্ছিলাম।
তার নুপুরের রিমঝিম সুরেলা আওয়াজ আমার
আধজাগা কানে এসেছিলো।
তার আচল দোলানো পত-পত শব্দ আমি শুনেছিলাম বটে।
সে আওয়াজে কোন কর্কশতা ছিলোনা,
ছিলো মায়াবী সুরেলা ঘুম পাড়ানী গানের
নেশাতুর তরঙ্গমালা।
আমি এমনিতে ঘুমকাতুরে মানুষ,
তার আগমনে আমার ঘুমের ঘনত্ব আরো বেড়েছিলো।
সে আমাকে ঘুম থেকে জাগাতে পারেনি।
তার নাচনের আওয়াজ, গানের কণ্ঠ, আচলের দোলাচল,
কর্ণের দুল চুরির ঝন ঝন আওয়াজ,
নোলকের ঝলকানি চমক আমাকে যদি জাগাতে না পারে
সে কি আমার দোষ ?
>
আসুন ‍দু’দিন আগে তাকে আহবান করে যে কবিতাখানি লিখেছিলাম সেটা একটু দেখি।
>
এসো হে বৃষ্টি:

এসো হে বৃষ্টি
টুপ রিম ঝিম,
বাতাসের দোলাচলে
করে দাও হিম।
রোদ্রে পোড়ে যায় চাম
কঁচি থেকে পেকে যায় আম।
তরমুজ খেতে লাগে
ভারী মিষ্টি,
এসো হে বৃষ্টি, এসো বৃষ্টি।

১জন ১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ