সূর্যাই-রাম্বার প্রেমের প্রস্তাবনা
শীতের প্রখর উদাস দুপুর। বিশাল উত্তপ্ত বালুর চর। একপাল শুয়োর চরছে। বিশাল শুনশান্ চরে একলা সূর্যাই বাঁশিতে তুলেছে করুণ সুর। রাম্বা আসে তবু সূর্যাই বাঁশি বাজিয়েই চলে।
রাম্বা: সূর্যাই!
সূর্যাই হচকিতে থামে।
সূর্যাই: মালকিন! হিয়াপর ভরা দুপহরকে কা করতিহি?
রাম্বা: তু এতনা নিমছে বাঁশি কাহে বাজাওল!
সূর্যাই: ইয়ে বাঁশিখাতি বাঁচকেবানি!
রাম্বা: লেকিন! তোহার বাঁশি তো হামার জান মারতিয়ে। এশন মিঠা বাঁশি বাজালয় যে হামার অঙ্গ জ্বরজাতিহে। তু আর বাঁশি নৎ বাজাইও।
সূর্যাই: এ বাঁশি বাজানা ছোড়েনা শখো। ছোড় দেবতো হাম মারজোয়ে। না বায় মাই, না বাই বাপ, না বায় বাহিন না সংসার না ঘার-চিড়ই যেশন হামোতো এশন।
রাম্বা: সূর্যাই তু তো বুঝতি সেখো হাম শ্রীপদ ডোমকে একলতা বাহিন হলি, হাম হামার ভাইকে আঁখকে মডু হলি। সূর্যাই, আকাশ-জমির একসাথে মিলায়াকা চেষ্টা নাৎকার। হাম যদি তোর বাঁশিমে পাগল হোগায়ে তো তে শ্রীপদ ডোমকো হাতছে বাঁচেনা সখবে। শ্রীপদ ডোম তোক জেতা গারদিহি মাটিমে। হাম এইঠো না চালহি সূর্যাই! হাম হামার ভাইকে বুক ছোড়কে রহেনা সখো। তু বাঁশি বাজাওয়া ছোরদ! তু বাঁশি বাজাওয়া ছোরদ সূর্যাই! তু বাঁশি বাজাওয়া ছোরদ!
রাম্বা চলে যায়। সূর্যাই নিশ্চুপ থাকে কিছুক্ষণ। শুয়োরের ডাকে তার ঘোর ভাঙ্গে। কি এক অজানা কারণে হঠাৎ ক্ষেপে যায় সূর্যাই।
সূর্যাই: এ শালা শুয়ারকা বাচ্চা তোমহারা বহুত তেল হোগায়ানা, ওই মাদি শুয়ারের সাথে এতনা কা পিড়ীতি!
এই বলে সূর্যাই চার হাত-পা দিয়ে উবু হয়ে শুয়োর হয়। তারপর শুয়োরের দলে ভীড়ে যায়। পুরুষ শুয়োরটার এক পা ধরে চিৎ করে ফেলে এক লাত্থি মারে। তারপর ‘হৈ হট…’ বলে শুয়োরের পাল নিয়ে চলে যায়।
(……………………………………………চলবে)
আগের পর্বগুলোর লিংক:
১. http://sonelablog.com/archives/12440
২. http://sonelablog.com/archives/12475
৩. http://sonelablog.com/archives/12531
৪. http://sonelablog.com/archives/12788
৫. http://sonelablog.com/archives/12859
৬. http://sonelablog.com/archives/12944
৭. http://sonelablog.com/archives/13003
৮. http://sonelablog.com/archives/13126
৯. http://sonelablog.com/archives/13269
১০. http://sonelablog.com/archives/13617
১১. http://sonelablog.com/archives/14926
১২. http://sonelablog.com/archives/17125
১৩. http://sonelablog.com/archives/17164
১৪. http://sonelablog.com/archives/17210
১৫. http://sonelablog.com/archives/17308
১৬. http://sonelablog.com/archives/17837
২টি মন্তব্য
খসড়া
:v
সাতকাহন
ধন্যবাদ, খসড়া।