জানি না,
রাগ করেছো?এই…
দেখবো আজ নয়ন ভরে।
আমাকে নতুন করে দেখার কি আছে
আছে,আছে অনেক কিছু, তা তুমি বুঝবে না,
এত কাল কি তুমি দেখনি আমায়?
দেখেছি,আজ দেখবো অন্য নয়নে।
কাটেনি এখনও প্রিয়তমার রাগ
জাগেনি হৃদয়ে ভালবাসার বাতাস
বুঝবে তুমি এক দিন
হয়তো সে দিন বলতে পারবে না ভালবাসি শতবার।
এ কি করছ!
নাহ কিছুই না, তোমার মশৃন পৃষ্ঠ দেশে আরশলাটিকে সরালাম
মাগো;!
চমকে উঠে সে, বলে.. কই কই।
তুমি না…,মুখে রোমান্টিকতার মুচকি হাসি
এই বুড়ো বয়সে প্রেম রস উঠল বুঝি জেগে
প্রেমে,বয়সের নেই কোন বাড়তি কমতি
তাই বুঝি,
তবে হলাম তোমার ভালবাসার দাসি।
এবার বলো আজ কি হলো তোমার
বলছি,
দেখতে দাও তোমার মুখ খানি
দেখো,
আমি কালা না ধলা
নাহ্,জগতের সুন্দরী,তুমিই হৃদয়ের রাণী ।
হুম,কি বলবে বলো?
সইতে পারবে,…
পারবে কি স্হির থাকতে দুপায়ে মাটিতে দাড়ায়ে,
হ্যা বেশ পারব,আমি যে শোকের পাথর
আমার…..
ব্রেন ক্যানসার,ডাক্তার বলেছে
তুমি বলোনি?
তুমি বুঝলে কি করে আমি যে মিথ্যে বলেছি
হৃদয় দিয়ে,হৃদয়ের টানে
আর যদি কথাটি সত্যিই হয়,
হুম!আমারও আয়ু রেখা তোমার সাথে এক হয়ে যাবে,
তুমি কেনো মৃত্যুর দুয়ারে যেতে চাও
তোমাকে ভালবাসি বলে।
পৃথিবীর কত কিছুই প্রতিনিয়ত রং বদলায়
শুধু বদলে যায়নি তোমার ভালবাসার রূপ
সেই কবে হয়েছিলাম যুগলবন্ধী
এখনও আছি ,হয়তো থাকবে অনন্ত কাল দু’জনের সন্ধি।
জীবনের কাছে চাহিবার আর কিছুই নেই
সন্তানগুলো যে আছে মহা সূখে,
দম্পত্তির জীবনে স্বার্থকতার মাঝে তুমি সেতু
জীবনের
এই মেঘ এই রৌদ্দুরের খেলায় নেই আর ভাবনা কিছু।
বড় ছেলেটি আছে আমেরিকায় সূখের নেই অন্ত
মেঝোটিকে ছেড়ে দিয়েছি আল্লাহরওয়াস্তে
বড় মেয়েটিও স্বামীর সংসারে নেই কোন দ্বন্দ
আমাদের….আমাদের
মত সূখী, জীবনে আছে কেহ অন্য।
চলো না ঘুড়ে আসি কয়েকটি দিনের জন্য
কনক্রিটের দেয়ালে মন প্রান সবই আবদ্ধ
কোথায় যাবে?
যেখানে দূর আকাশেঁ রং ধনুরা রং ছড়ায়
সবুজের মাঝে,হলদে শরষে ফুলে মৌ মাছি গান গায়
মেঠো পথে পল্লী বালিকারা খেলা করে যায়।
দেখি …..
কোন কথাটি রেখেছ আমার বলো দেখি
যখনই বলি ব্যাস্ত আমি তবে কেনো বাধলে ঘর!
বেশ সুন্দর,
মানে….
রাগলে তোমার গালে টোল পড়ে
রূপবতীর রূপ যেন বহু বহুগুণে উথ্ লে পড়ে,
কিসের মাঝে কি যে বলো না তুমি……
রাগকে প্রশমিত করবো প্রতিনিয়ত এমনিই
গুপ্ত হাসি হেসে যায় দুটি হৃদয়।
অসামপ্ত
ছবি:মমি
১৬টি মন্তব্য
পুষ্পবতী
মধুর ভালবাসার কবিতা। খুব সুন্দর। ভালো লেগেছে ভাইয়া। -{@ (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু -{@ (y)
শুন্য শুন্যালয়
সুন্দর (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@
প্রজন্ম ৭১
অসাধারন ভালোবাসার কাব্য 🙂 (3 (y) (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ ভাইয়া -{@
বনলতা সেন
বেশ বেশ ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ -{@ -{@ -{@ (y) (y)
ব্লগার সজীব
মনির ভাই, আমার মনে হয় এটি আপনার সেরা কবিতা , হৃদয়ে দাগ কেটে গেলো ভাই। পরের পর্বের জন্য অপেক্ষা করছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সজীব ভাইয়া। -{@
জিসান শা ইকরাম
ফটোতে দেখি মনির সাহেবের মত কাকে দেখা যাচ্ছে 🙂
ভালো হয়েছে —
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ফটোতে আমার প্রেতাত্ত্বা ভাইয়া। -{@
মিথুন
জাগেনি হৃদয়ে ভালবাসার বাতাস
বুঝবে তুমি এক দিন
হয়তো সে দিন বলতে পারবে না ভালবাসি শতবার। 🙁 (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ (y) ভাই
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো লেগেছে কবিতা ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অসংখ্য ধন্যবাদ -{@