সুলেখা

রাইসুল জজ্ ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৬:১৪:৩০অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

১।
সুলেখা,
অভিশাপ দিলাম,
অন্য পুরুষের ঘ্রানে অভ্যস্থ হওয়ার আগেই
তোমার হৃদয়ের দেয়ালে জন্মাবে সহস্র মৃতজীবী ছত্রাক ।

 

২।
সুলেখা মিত্র,
তোমার আর্দ্র দীর্ঘশ্বাসে সম্পৃক্ত এ শহরের বাতাস,
আমার দু ফোটা অশ্রু শুকানোর সামর্থ্য তার কই ?

 

৩।
সুলেখা
তোমার চুলের ঘ্রান নেবে বলে
তের নাম্বার বাড়ির বারান্দায় ঝুলে আছে একটা নীল শার্ট,
পুরো সপ্তাহ সমান্তরাল তারে জড়িয়ে আছে অসংখ্য কাটা ঘুড়ি,
আর একশো বছর ধরে পথের ধারে বসে আছে এক দিকভ্রান্ত বালক ।

 

৪।
সুলেখা
তোমার জীবনের এককোটি ভুলের বিনিময়ে
একটা ভুল হতে চাই ।

 

৫।
সুলেখা মিত্র
শত ব্যস্ততার ফাঁকে একদিন চলে এসো না সবহারাদের আড্ডায়,
আমরা এখনো আগের ঠিকানাতেই রোদে পুড়ে বাষ্প হই ।

 

৬।
সুলেখা…
তিন নাম্বার রোডের মোড়ে, তোমার বাড়ির সামনে
প্রতিদিন এক বদ্ধ উন্মাদ দাঁড়িয়ে থাকবে ।
তোমার ঠোট কিংবা ভালোবাসার জন্য নয়,
হাতের নোংরা প্ল্যাকার্ডে একটায় দাবি তার
“ঈশ্বরের পদত্যাগ চাই” ।

 

৭।
সুলেখা,
এ কেমন বিড়ম্বনার জীবন যেখানে তুমি থাকবে না,
অথচ তোমার থাকার কথা ছিল বলেই
অন্য আর কেউ থাকবে না ।

১জন ১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ