১।
সুলেখা,
অভিশাপ দিলাম,
অন্য পুরুষের ঘ্রানে অভ্যস্থ হওয়ার আগেই
তোমার হৃদয়ের দেয়ালে জন্মাবে সহস্র মৃতজীবী ছত্রাক ।
২।
সুলেখা মিত্র,
তোমার আর্দ্র দীর্ঘশ্বাসে সম্পৃক্ত এ শহরের বাতাস,
আমার দু ফোটা অশ্রু শুকানোর সামর্থ্য তার কই ?
৩।
সুলেখা
তোমার চুলের ঘ্রান নেবে বলে
তের নাম্বার বাড়ির বারান্দায় ঝুলে আছে একটা নীল শার্ট,
পুরো সপ্তাহ সমান্তরাল তারে জড়িয়ে আছে অসংখ্য কাটা ঘুড়ি,
আর একশো বছর ধরে পথের ধারে বসে আছে এক দিকভ্রান্ত বালক ।
৪।
সুলেখা
তোমার জীবনের এককোটি ভুলের বিনিময়ে
একটা ভুল হতে চাই ।
৫।
সুলেখা মিত্র
শত ব্যস্ততার ফাঁকে একদিন চলে এসো না সবহারাদের আড্ডায়,
আমরা এখনো আগের ঠিকানাতেই রোদে পুড়ে বাষ্প হই ।
৬।
সুলেখা…
তিন নাম্বার রোডের মোড়ে, তোমার বাড়ির সামনে
প্রতিদিন এক বদ্ধ উন্মাদ দাঁড়িয়ে থাকবে ।
তোমার ঠোট কিংবা ভালোবাসার জন্য নয়,
হাতের নোংরা প্ল্যাকার্ডে একটায় দাবি তার
“ঈশ্বরের পদত্যাগ চাই” ।
৭।
সুলেখা,
এ কেমন বিড়ম্বনার জীবন যেখানে তুমি থাকবে না,
অথচ তোমার থাকার কথা ছিল বলেই
অন্য আর কেউ থাকবে না ।
২৬টি মন্তব্য
অরণ্য
সুলেখাকে সামনে রেখে লিখেছেন কিন্তু বেশ। (y)
রাইসুল জজ্
🙂 🙂 🙂
শাহানা আফরিন স্বর্ণা
অথচ তোমার থাকার কথা ছিল বলেই অন্য আর কেউ
থাকবে না। (-3 (-3
কি অসহায়ত্ব এ কথার মাঝে!! অব্যক্ত অনুরোধ (-3
রাইসুল জজ্
কিন্তু সবাই তা বোঝে না । বুঝলে সুলেখা অন্য রকম হতে পারতো 🙁 🙁
লীলাবতী
সুলেখার নাম ধাম সব জানতে চাই। এড়িয়ে যাওয়া চলবেনা ভাইয়া 🙂 এত ভালো লেখেন কিভাবে?
রাইসুল জজ্
একটা নাম ছিলো, ধামও ছিল । কিন্তু সে সুলেখা হতে রাজি নয় । তাই সুলেখা এখন যেকোন নারী 🙂 🙂
ব্লগার সজীব
দারুন (y)
রাইসুল জজ্
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
সুলেখা ও সুলেখা মিত্র এটি আগে বুঝিয়ে বলুন।
বছর পেরিয়ে সুলেখা নিয়ে এসেছেন দেখে ভালই লাগল। পগার পার না হলেই ভাল।
রাইসুল জজ্
সুলেখা আর সুলেখা মিত্র, কি বলবো …… বুঝতে পারছি না । তার কোন আকার এখনো দিতে পারি নাই । কখনো দিতে পারলে জানাবো ।
অনিয়মিত মানুষ তো, নিয়ম মেনে চলতে ইচ্ছে করে না । ধন্যবাদ মনে রাখার জন্য । হ্যাপি ব্লগিং 🙂
নুসরাত মৌরিন
মগ্ন হয়ে পড়লাম।
ভাগ্যিস এখনো পৃথিবীতে সুলেখারা জন্মায়,আর তাদের জন্য এমনি করে কেউ লিখে যায়!আর আমরা পাঠক মুগ্ধ হয়ে পড়ি!!
রাইসুল জজ্
সুলেখারা রক্ত মাংসে জন্মায় কিনা জানি না । তবে সুলেখারা জন্মায় দেবীরুপে । ধন্যবাদ পড়ার জন্য । ভাল থাকবেন । 🙂 🙂
হৃদয়ের স্পন্দন
নাম পরিবর্তন করে সুলেখার স্থলে যদি জুলেখা বসাই তবে কথাগুলো আমার ই
কবি মানে সেই জন, নিজের স্থানে থেকে অন্যের কথা বলে অনর্গল, ভালো লাগা, মুগ্ধতা সাথে ভালোবাসা রইলো কবি
রাইসুল জজ্
আমাকে একেবারে কবি বানাইয়া দিলেন ? হা হা হা …… আমি কবি না, আর প্রত্যেক মানুষই ভিতরে ভিতরে একই রকম । তাই মিলে যায় কোন না কোন ভাবে 🙂 😉
বনলতা সেন
এতকাল পরে এ তল্লাটে কী মনে করে?
রাইসুল জজ্
আপনাদের দেখতে আসলাম । কেমন আছেন আপনারা ? 🙂 🙂
মরুভূমির জলদস্যু
এই সুলেখা কি সেই সুলেখা -{@
রাইসুল জজ্
কোন সুলেখা ? ;? ;? ;?
নীলাঞ্জনা নীলা
জজ সাহেবের লেখায় মুগ্ধ হয়ে গেলাম।
রাইসুল জজ্
আপনি কি আমায় চিনেন কোনভাবে ? আসলে এই নামে আমাকে সাধারনত যারা চিনে তারাই ডাকে । ডাকটা অবশ্যই আমার খুব প্রিয় । ধন্যবাদ পড়ার জন্য 🙂 🙂
জিসান শা ইকরাম
লেখাটা পছন্দ হইছে।
ব্লগারের নাম ভুলে যাবার মত অবস্থা হয়েছে।
রাইসুল জজ্
হা হা হা । তারপরও মনে রেখেছেন বলে ভালো লাগলো । 🙂 🙂
শুন্য শুন্যালয়
আপনার নাম তো চেনা চেনা লাগছে ভাই। যেখানে খুশি যান এখন, সুলেখা কে তো রেখেই গেলেন।
অসাধারন সব পদ্যমালা।
রাইসুল জজ্
সুলেখাকে রেখে তো কোথাও যেতে পারবো না । সুলেখা থাকলে আমিও আছি 🙂 🙂
ছারপোকা
সুলেখা কে জানতে ইচ্ছে করছে ।
লেখাই মুগ্ধতা রয়েছে ।
সুলেখা আর সুলেখা মিত্র টা নিয়ে কিছুটা কনফিউশনে আছি বুঝিয়ে বললে ভাল হতো ।
রাইসুল জজ্
সুলেখা আর সুলেখা মিত্র, কি বলবো …… বুঝতে পারছি না । তার কোন আকার এখনো দিতে পারি নাই । কখনো দিতে পারলে জানাবো । 🙂 🙂