সীমা

বোরহানুল ইসলাম লিটন ৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ০৭:০৩:২৪পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য

’কার ঘরে রোজ বসত করি
দেয় কে মুখের খাবার!’
ভাবনা গড়ে পাহাড়?
কও তো তবু ক’জন করে
খোঁজ সে মহান দাতার?
পারলে আড়ে বুদ্ধু সেও
গর্বে সাজে তাতার!

আকাশ পাতাল চন্দ্র তারা
বিশ্বজগত জুড়ে,
এমনি ভাবো ঘুরে?
চাইলে কি কেউ ছুটতে পারে
প্রান্ত কভু পুড়ে?

সব প্রাণিই তো অনুগত
মেনে আপন সীমা,
ভুল কি করে গিমা?
মানুষ যখন ছোঁয় বেড়ে চাঁদ
খুলে লোলুপ বীমা??

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৫০৮জন ৪২৯জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ