সময় এখন যে, চিরস্থায়ী মনোভাব
লোভ লালসায় ঢাকে না তার খাপ;
মাছির মতো ছুটতে চায় অলিগলিতে
চোখে মুখে ফুটাবে নাকি সরিষা ফুল
সাহস হারাস না ধানশালিক- ফিঙ্গের
দিকে তাকিয়ে লাভ নেই- অলিগলিতে
উড়তেই হবে শালিক! মনের চারপাশে
ভেবে রাখ বেহেশত-ভাবো না জাহান্নাম
নাম- যশ খোঁজ না অলিগলি- বেহেশতে
ঐ দেখো এগে আসছে কর্মের ফলে সাপ।
০১ ভাদ্র ১৪২৯, ১৬ আগস্ট ’২২
৫৪২জন
৪৩৯জন
১০টি মন্তব্য
নিতাই বাবু
ঠিকই বলেছেন, কবি লিটন দাদা। কর্মেই সুখ, কর্মেই শান্তি, কর্মেই অশান্তি! কর্ম খারাপ তো ফল বের হবে সাপ হয়ে।
আলমগীর সরকার লিটন
অশেষ অশেষ ধন্যবাদ ও কৃজ্ঞতা জানাই কবি নিতাই দা
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
প্রত্যেক মানুষ তাঁর কর্ম ফল ভোগ করবে। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপা আমিন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
কর্মফল অবশ্যই ভোগ করতে হয় কবি দা!
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকবেন——-
মো: মোয়াজ্জেম হোসেন অপু
কর্ম ফল নগদ বাকির কোন কারবার নাই লিটন ভাই সুন্দর লিখেছেন। শুভকামনা
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই কবি অপু দা
ভাল ও সুস্থ থাকবেন——-
ফারজানা তৈয়ূব
চরম সত্যকথা বলেছেন
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই ফারজানা আপু
ভাল ও সুস্থ থাকবেন——-