সাদা স্বপ্ন

আগুন রঙের শিমুল ২ জুলাই ২০১৭, রবিবার, ০৩:০৮:৩৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ঈশান থেকে হেটে হেটে –
তোমার বারান্দায় মেঘ, অন্ধকার।
তোমার ঘুমের পাশে এসে বসে –
ইনসমনিয়াক রাত্তিরের হাহাকার।

তোমার বারান্দায় দোল খায় আলো,
জলটুঙ্গীতে ভাসে ডোবে অস্থির জোনাক –
উইন্ডচাইম টুংটাং, টুংটাং বেদনার মতো
ভেবে ভেবে, হেটে হেটে তোমার বারান্দায় ; আশা
এইবুঝি মেঘ, অন্ধকার, অস্থিরতা কেটে ভোর এলো।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ