ঈশান থেকে হেটে হেটে –
তোমার বারান্দায় মেঘ, অন্ধকার।
তোমার ঘুমের পাশে এসে বসে –
ইনসমনিয়াক রাত্তিরের হাহাকার।
তোমার বারান্দায় দোল খায় আলো,
জলটুঙ্গীতে ভাসে ডোবে অস্থির জোনাক –
উইন্ডচাইম টুংটাং, টুংটাং বেদনার মতো
ভেবে ভেবে, হেটে হেটে তোমার বারান্দায় ; আশা
এইবুঝি মেঘ, অন্ধকার, অস্থিরতা কেটে ভোর এলো।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর সোনালী ভোর আসুক প্রতি রাত পোহালে।
স্বপ্ন সাদা না হয়ে রংগিন হোক,
ফেবুর প্রফাইলে কিছু পরিবর্তন খেয়াল করলাম,
পরিবর্তনই জীবনের ধর্ম 🙂
শুভ কামনা।
আগুন রঙের শিমুল
পরিবর্তন এসেছে!!! রিসেন্টলি কিছু চেঞ্জ করেছি বলে তো মনে করতে পারছিনা দাদা 🙁
নীহারিকা
অস্থিরতা কেটে ভোর আসুক।
আগুন রঙের শিমুল
অস্থিরতা কেটে গেলে গাছ হয়ে যাবো
মোঃ মজিবর রহমান
ভোর আসবেই শিমুল ভাই। সকল গুমট আধার কেটে সুন্দর একটি ভোর আসুক সবাই আনন্দে উৎফুল্ল হোক এই কামনায়।
শুভেচ্ছা নিরুন্তর।
আগুন রঙের শিমুল
ভোর আসেনা … মেঘ থমথম করে ভাই 🙁
শুন্য শুন্যালয়
অন্ধকারে কে বসে? মেঘ? জোনাক? বারান্দা নাকি সে? ভোর এলে জোনাকের জন্য কষ্টও হতে পারে, আকাশ ও মেঘলা থাকতে পারে। তবে বারান্দায় আলো আসবেই, উইন্ডচাইম তখন আনন্দের সুর গাইবে হয়তো। ছোট্ট, তবে সুন্দরে ভারী।
আগুন রঙের শিমুল
অন্ধকারে বসে থাকি খুন হয়ে যাওয়া আমি 🙂
শ্রমিকদের বারান্দায় অতো দ্রুত আলো আসেনা 🙁