সম্পদ ঈশ্বর নয়

বোরহানুল ইসলাম লিটন ১৫ মে ২০২২, রবিবার, ০৮:২০:১৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ভীষণ দরিদ্র আমি,
কতোটা তা নিম্নমুখী চিত্তও জানে না
যা জানেন অন্তর্যামী।
ক্ষনিকও জাগে না সেই রবাহুত আশা,
কাঁদবে যে গড়তে না পেরে নীলাচলে কোন
সৌখিন প্রকাণ্ড বাসা।
আখের থেঁতলানো ক’টা ছোবড়ার উদরে
নিশ্চিন্তে লুকিয়ে রাখি হয়তো তাই
হররোজ আমার সুখ,
যদিও নিভৃতে টেনে সবই নিয়ে যায়
সন্ধান পেলেই কিছু চঞ্চলা পিঁপড়ার
চিনচিনে তৃষ্ণার্ত ভুখ।

নিশুতি আসমান দেখি নিতান্তই একা
যেখানে উঠে না কোন মিটমিটে সিতারা,
চেয়ে থাকি স্থিরনেত্রে তবুও অজান্তে
জানি না কে দেয় এনে
বর্ণহীন এই হৃদে চুপিসারে অস্ফুট ইশারা।
আমাকে দেখায় এক সূর্যাস্তের পথ
আর কানে কানে বলে নিশ্চয় তা সুগম নির্ভয়,
কখনো পারিস যদি কুণ্ঠাহীনে নিদর্শন রাখতে
’জীবন সম্পদ চির সত্য কিন্তু
সম্পদ ঈশ্বর নয়’।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৭১জন ৩৮৯জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ