সমাজের হেডলাইন

এস এ জগৎ ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৪:৪৬:০৭অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

মুখে রক্ত, ঠোঁটে কামড়ের দাগ, ক্ষতবিক্ষত যৌনাঙ্গ

দেহে নখের আঁচড়, এটা কোন দম্পতির

ঘটে যাওয়া বাসর রাতের বর্ণনা নয়।

 

অবুঝ শিশুর কপালে কলঙ্কের কালিলেপন করা

বাস্তব জীবনের মর্মান্তিক কাহিনির চিত্র এটা

হ্যাঁ এটাই আজকের সমাজের হেডলাইন।

 

মানুষ কাকে বলে আমার জানতে ইচ্ছে করে ভীষণ

গিরগিটির কত রকমই বা রঙ আছে!

এর চেয়ে বেশী রঙিন হয়ে থাকে মানুষগুলো।

 

শিশু থেকে শুরু করে যুবতী বৃদ্ধা কারোরই কোন

এ সমাজে নিশ্চয়তা নেই, আজ জাতী বড় অসহায়

ধর্ষণের কবলে নিরাপত্তা আজ হুমকির মুখে।

 

খবরের পর খবর, শিরোনামের পর শিরোনাম

পড়তে পড়তে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি

ভয় ঢুকেছে আমার হৃদয়, মন আর অন্তরে।

 

মানুষ তুমি কত বহুরূপী হতে পারো তা দেখার ইচ্ছে

আমার মত সাধারণের কখনোই ছিল না

আমি মানুষের মাঝে রূপ খুঁজতে চাইনি।

 

একটা সাদাকালো মন চেয়েছিলাম সবার কাছে

হিংস্রতা, নির্মমতা থাকবেনা কখনো সে মনে

কেউ আশ্বাস দিয়েছিল কিন্তু বিশ্বাস দিতে পারেনি।

 

ধর্ষণের মহা উৎসব বন্ধে যাদের পাশে থাকার কথা

আজ তারা চুপচাপ চোখের খেলায় মেতেছে

তারা যেন এসব শুনতে ও দেখতেই আগ্রহী।

 

আমি নির্মমতা দেখতে দেখতে নির্মম হয়ে যাচ্ছি

এসব দেখতে আর শুনতে আমার সহ্য হয়না

ভল্লমের খোঁচাতে ধর্ষকের নিশ্বাস কেড়ে নিতে ইচ্ছে হয়।

৫১৫জন ৪৩৬জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন