সমসাময়িক প্রসঙ্গে

পার্থ সারথি পোদ্দার ২৬ জুন ২০২০, শুক্রবার, ০৭:৫৪:১১অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

সংখ্যার সাথে শংকাও বাড়ছে,বাড়ছে গুজবের ছড়াছড়ি

ডঙ্কার সাথে কাঙ্ক্ষাও জাগছে,দেখছে স্বপ্নের উড়াউড়ি।

দিবস পেরিয়ে নিশিও বাড়ছে,বাড়ছে অজানা অভিশঙ্কা

হতাশা পেরিয়ে আশাও জাগছে,গড়ছে উচ্চাকাঙ্খা।

 

প্রচারের সাথে অপপ্রচারও বাড়ছে,বাড়ছে মতভেদ শত

অসদাচারের সাথে সদাচার দেখছে,নিঃশ্বাসে বিশ্বাস কত!

প্রীতির সাথে অপ্রীতিও বাড়ছে,বাড়ছে অমানুষ ঢেরবেশি

অবোধের সহিত বোধও জাগছে,সাক্ষাত দেবতাও কমবেশি।

 

প্রতিবেশীর সাথে ছদ্মবেশী বাড়ছে,বাড়ছে ঢের কানাঘুষা

স্বজনের ভীড়ে আপন চিনছে,জানছে মেকি বেশভূষা।

নীতির সহিত দূর্নীতিও বাড়ছে,বাড়ছে হিসেব কাগজে

বাধার সাথে প্রতিরোধ গড়ছে,হচ্ছে ইতিহাস পত্র ভাজে।

 

দীপ্তির সাথে সুষুপ্তি বাড়ছে,বাড়ছে দিবাস্বপ্নের আশকারা

বিত্তের সাথে চিত্তও জাগছে,মনহারানো খুশিতে মনহারা।

প্রিয়সম কমে অপ্রিয় বাড়ছে,বাড়ছে সত্যের লেনাদেনা

একা জীবনের দেখা পেয়ে আজ,গেল আজ জাতচেনা।

 

অনুজীব বাড়ছে জীবে জীবে আজ,নির্জীব সব সজীবতা

কতকিছুই না দিচ্ছে শিখিয়ে,কোথায় ব্যক্তি স্বকীয়তা?

৯৯১জন ৬২৭জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ