সংখ্যার সাথে শংকাও বাড়ছে,বাড়ছে গুজবের ছড়াছড়ি
ডঙ্কার সাথে কাঙ্ক্ষাও জাগছে,দেখছে স্বপ্নের উড়াউড়ি।
দিবস পেরিয়ে নিশিও বাড়ছে,বাড়ছে অজানা অভিশঙ্কা
হতাশা পেরিয়ে আশাও জাগছে,গড়ছে উচ্চাকাঙ্খা।
প্রচারের সাথে অপপ্রচারও বাড়ছে,বাড়ছে মতভেদ শত
অসদাচারের সাথে সদাচার দেখছে,নিঃশ্বাসে বিশ্বাস কত!
প্রীতির সাথে অপ্রীতিও বাড়ছে,বাড়ছে অমানুষ ঢেরবেশি
অবোধের সহিত বোধও জাগছে,সাক্ষাত দেবতাও কমবেশি।
প্রতিবেশীর সাথে ছদ্মবেশী বাড়ছে,বাড়ছে ঢের কানাঘুষা
স্বজনের ভীড়ে আপন চিনছে,জানছে মেকি বেশভূষা।
নীতির সহিত দূর্নীতিও বাড়ছে,বাড়ছে হিসেব কাগজে
বাধার সাথে প্রতিরোধ গড়ছে,হচ্ছে ইতিহাস পত্র ভাজে।
দীপ্তির সাথে সুষুপ্তি বাড়ছে,বাড়ছে দিবাস্বপ্নের আশকারা
বিত্তের সাথে চিত্তও জাগছে,মনহারানো খুশিতে মনহারা।
প্রিয়সম কমে অপ্রিয় বাড়ছে,বাড়ছে সত্যের লেনাদেনা
একা জীবনের দেখা পেয়ে আজ,গেল আজ জাতচেনা।
অনুজীব বাড়ছে জীবে জীবে আজ,নির্জীব সব সজীবতা
কতকিছুই না দিচ্ছে শিখিয়ে,কোথায় ব্যক্তি স্বকীয়তা?
২২টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
আপনার কবিতাটি অসাধারণ লিখেছেন।
সত্যি এই মহামারি অনেক মুখ মুখোশের আবডাল খুলে দিয়েছে ।
অনেক কিছু শিখিয়েছে ।
শুভেচ্ছা রইলো ।
পার্থ সারথি পোদ্দার
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।আপনার প্রতি রইল শুভকামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অসাধারণ লিখেছেন। শুভ কামনা রইল।
পার্থ সারথি পোদ্দার
অনেক ধন্যবাদ।আপনার প্রতিও রইল শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“সংখ্যার সাথে শংকাও বাড়ছে,বাড়ছে গুজবের ছড়াছড়ি
ডঙ্কার সাথে কাঙ্ক্ষাও জাগছে,দেখছে স্বপ্নের উড়াউড়ি।
দিবস পেরিয়ে নিশিও বাড়ছে,বাড়ছে অজানা অভিশঙ্কা
হতাশা পেরিয়ে আশাও জাগছে,গড়ছে উচ্চাকাঙ্খা। “
ওয়াও !
হতাশার সাথে আশা ও জাগছে
দেখব আলোর পৃথিবী
নিরাপদে থেকে দিন গুনে যাও
পরাজিত হোক পরজীবি।
ভাল লাগলো। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
হ্যাঁ,দাদা।তবুও আলোর পৃথিবীর স্বপ্নে বিভোর আমরা সবাই।পরজীবি পরাজিত হোক।ভালো থাকবেন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
সমসাময়িক প্রসঙ্গে কবিতাটি ভালো উপস্থাপন করে তুলেছেন দাদা।
ভালো লাগলো।
পার্থ সারথি পোদ্দার
ভালো লাগল সুন্দর মন্তব্য পেয়ে।শুভ কামনা রইল আপনার প্রতি।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী । অনবদ্য প্রকাশ।
পার্থ সারথি পোদ্দার
অসংখ্য ধন্যবাদ,ভাই।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লিখেছেন দাদা। এখনকার পুরো অবস্থাটাই দারুনভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ দাদা আপনাকে। শুভ কামনা রইলো নিরন্তর
পার্থ সারথি পোদ্দার
আপনার এই উৎসাহব্যাঞ্জক মন্তব্যে স্বস্তি পাই,দিদি।চেষ্টা করেছি বাস্তবতার নিরিখে লেখার জন্য।অনেক ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
গুজব রটনাকারী আর গজব সৃষ্টকারী উভয়েই আমাদের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে। কানের পিছনে না ছুটে আমরা চিলের পিছনে দৌড়াতে অভ্যস্ত হচ্ছি।
ভালো থাকুন দাদা।
পার্থ সারথি পোদ্দার
আসলেই তাই দেখছি,ভাই।পাড়া-মহল্লায় এর বাস্তবতা বেশ দেখছি।ভালো থাকবেন,ভাই।
সাবিনা ইয়াসমিন
গুজব, শঙ্কা, আতঙ্ক, ক্ষনিকের আশা, বাস্তবতার মিশেলে দিশাহারা অবস্থায় আছি আমরা।
সুদিনের অপেক্ষায় আছি সবাই।
সমসাময়ীক পরিস্থিতি নিয়ে লেখা কবিতাটা পড়ে ভালো লাগলো।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
পার্থ সারথি পোদ্দার
আসলেই তাই দেখা যাচ্ছে এখন।অনেক ধন্যবাদ,আপু।ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
বাস্তব অবস্থা নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে খুব।
এই অবস্থা দুর হয়ে যাক।
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।ভালো থাকবেন,ভাই।
আরজু মুক্তা
আঁধার দূর হোক
পার্থ সারথি পোদ্দার
সেই প্রার্থনাই করি।শুভ কামনা রইল,আপু।
হালিম নজরুল
প্রিয়সম কমে অপ্রিয় বাড়ছে,বাড়ছে সত্যের লেনাদেনা
একা জীবনের দেখা পেয়ে আজ,গেল আজ জাতচেনা।
————আসলেই তাই।
পার্থ সারথি পোদ্দার
পংক্তিমালার মধ্য দিয়ে আপনার এই সমর্থনে আমি সম্মানিত।অনেক অনেক ভালো থাকবেন,ভাই।