সবুজাভ জল সীমান্তে

মাসুদ চয়ন ৩১ আগস্ট ২০১৯, শনিবার, ০৩:০৯:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

হাওরের বুকে জন্ম নিয়েছে কোটিকোটি সবুজ জলজ উদ্ভিদ’
একটি মাঝারি আকৃতির নৌকো বেয়ে এগিয়ে চলছি জলের বুক চিরে’
এ যেনো হৃদয় কল্পিত নৈঃস্বর্গ ভূমিপট
এ যেনো রুপ নন্দিত মাধুর্যকরী জল সবুজের উপকূল_
কলমি ডাটার খোঁজে বিলে নেমেছে এক ঝাঁক অল্প বয়সী কিশোরী
কাঁধে বাঁশের চাটাই-দুহাতে রঙিন নকশার কাচের চুড়ি
আমাকে দেখে ঘোমটার আড়ালে ঢেকে নিলো মুখ
কক কক আওয়াজে চারপাশে ছড়িয়ে যাচ্ছে রাজ হাঁস পাতিহাঁস
কিছু পানকৌড়ি আর কবুতরো
মাঝে মাঝে হঠাৎ পূর্বাভাসের মতো দু’চারটে কুচকুচে কালোয় খয়েরী সাদাতে মেঢ়ুন শঙ্খ শালিক ও গাঢ় লাল ঠোঁটের মাছ রাঙ্গা চোখপেয় হচ্ছে
এ যেনো হৃদয়ের কল্পিত শিল্প স্বচ্ছ স্কেচ খাতা
যে খাতার বুকে ভর করেছি একান্তের কলতানে
টোপাপানা কচুরিপানার ফাঁক ফোঁকর হাতিয়ে জেলেরা কৃষকেরা বেকার কিশোরেরা মাছ শিকারে মগ্ন
যতদূর দৃষ্টি জুড়ায় জল সবুজের আঁকি বুকি
হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলো
কিছুক্ষণ থমথমে নিঝুম আবহ
একে একে সকলেই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে
জল সবুজের মাঝ বৃত্তে স্থির হয়ে রইলাম নৌকো নিয়ে
ঝুম ঝাপ বৃষ্টির অনুরণন ছড়িয়ে যাচ্ছে এপারে ওপারে
জলের উপরে জল ঢেউয়ের উপরে ঢেউ সাঁতরাচ্ছেই
আমি আজ মুগ্ধতায় বিমূঢ় এমন মেঘাচ্ছন্ন জল সবুজাভ আবহে।

১জন ১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ