সততা

সঞ্জয় মালাকার ২৩ মে ২০২০, শনিবার, ১২:৩৩:১২পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

সততা,,

 

থাকব না’ক তোমার তরে

যাব আমি আচিন পুড়ে,

দেখবো এবার জগৎ ঘুরে

কেমন করে মানুষ চলে।

দেশ হতে, দেশ দেশান্তরে

চলছে মানুষ কেমন করে,

কী কারণে কিসের নেশায়

মরছে ওরা দাঙ্গা করে।

 

করছে ওরা কিসের আশা

যন্ত্রণাকে বরণ করে,

সিন্ধু সেঁচে কষ্ট টান

দুঃসাহসী হয়ে কাঁদে।

চলছে ওরা স্বর্গপানে

লুভলালসা কী ছাড়তে পারে,

চঁন্দ্রলোকে চেয়ে হাসে

মানব জাতি ভয়ে কাপে।

 

শুন্য তুমি আসলে একা

যাবার বেলায় পাবে দেখা,

মঙ্গল হাতে আসছে উড়ে

মরণ তোমার সঙ্গে যাবে।

বিশ্বভুবন দেখবে যখন

আকাশ ফুঁড়ে কাঁদবে তখন,

তোমার হাতে নেই তো কিছু

সততাই সবকিছু।

২২/০৫/২০১৬/

 

বিবাহ,,

তোমার হাতে হাত মিলাম

শূন্য জীবনে আমি,

জীবন সঙ্গীনি হয়ে আজ

পূর্ণ হলাম আমি।

ছেড়ে যাব মায়ার বাদন

জীবন মরন নিয়ে,

নামের সাতে যুক্ত করে

স্বামী পরিচয়ে।

 

আজ থেকে সব তোময় দিলাম

অগ্নি দেব-কে সাক্ষী রেখে,

দুঃখে সুখে থাকবো পাশে

সকল দুঃখ ভুলে।

দুই অঙ্গে আজ এক অঙ্গ

বিবাহ নাম দিয়ে

তোমার হাতে আজ হাত মিলিয়ে

যাবো তোমার ঘরে।

 

বন্ধু হয়ে থাইকো পাশে

জনম জনম ভরে

আমার সীতি ভরে দিয়ে

সিঁদুর লাগিয়ে।

অচিন দেশের বন্ধু তুমি

আজ আমার স্বামী।

/২২/০৫/২০১৬/

 

অন্তর যামী,,

 

তুমি আমার হৃদয় ঘরে

তুমি অন্তর যামী,

কামনার ঘরে কামিনী তুমি

ভাষনার ঘরে মন

তুমি আমার দেহ ঘরে

থাকিবে সারাক্ষণ।

 

সততার ঘরে মমতা তুমি

বেদনার ঘরে সুখ

অন্তরালে থাকবে তুমি

কবিতার যত সুর,

পেলে আশা সেই দিন গুলু আজ

থাকবে স্মৃতি হয়ে

তুমি আমার মনের ঘরে থাকবে

অন্তর যামী হয়ে।

 

দূরের পথে সাদা তুমি

রঙ্গের একটা ভুবন

প্রদীপ হয়ে থাইক পাশে

তুমি সারাক্ষণ,

সংকট হলে আশ্রায় দিয়

আমায় সারাক্ষণ।

 

তোমায় ফিরে পেয়েছি বেদনা ভোলাতে আনন্দের তরে,

তুমিও সিক্ত হও সচ্ছল শরীরে আমার হৃদয়ে…..

তোমায় আদর দেবো শত বেদনা ভোলাতে!

 

কেউ বাসেনি গো ভালো,

 

আমি চেয়েছি গো একটু মমতা

আমি চেয়েছি-গো একটু শান্তি,

চেয়েছি সামাজিক নিয়ম,নিতির এক দণ্ড,

আপন সন্তান স্তী পুত্র সকলের মমতার বন্ধন।

 

আমি নিজেকে জ্বরাতে চাই আপন মমতা,

বাঁধিতে চাই সুখের সংসার,

তবু কেউ ভাসেনি ভালো,ফিরিয়ে দিয়েছে আমায়

রোজ করেছে অবহেলা, ভিগ্নাতা দিয়েছে চাওয়া পাওয়ায়!

সঞ্জয় মালাকার  ///২২/০৫/২০১৬/

৮৯৮জন ৭৮৪জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ