শ্রম

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৩:১৫:৫৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
  1. জন্ম আমার ধন্য ওগো
  2. পরিশ্রমের জন্য,
  3.  পরিশ্রম বিহীন সুখ
  4. পাইনি এই ধরার কেহ,
  5. জ্ঞানী গুণী মনিষীরা করেছে কত শ্রম
  6. কীর্তিমানের শ্রম হয়না কখনো পণ্ডশ্রম।
  7. শ্রমিক হয়ে কাজ করব দেশ বিদেশে
  8. নেই কো তাতে লাজ
  9. লাজ করলে পাবো নাকো
  10. সেই কাজের তাজ।
  11. রচনাকালঃ
  12. ২৫/১২/২০১৯
৩৮১জন ৩০৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ