GOVT.
FOR THE PEOPLE
BAY THE PEOPLE
গণতন্ত্র! আমাদের এর ব্যাখ্যা দিওনা
আমরা ম্যাচুয়েড, শিক্ষিত
আমরা বুঝি সব বুঝি
কোনটা কোন তন্ত্র।
স্বাধীনতাত্তোর দেশে দেখেছি গণতন্ত্রের মন্ত্র
আমার বাপ-দাদা ছিল জমিদার
তাই আমিও জমিদার,আমার দলে আমিই নেতা
আমার পরে আমার বংশধর।
আমি ভাবতে পারিনা দলকে ছাড়তে
দিতে পারিনা কাউকে দলের ভাগিদার
জনগণের কি ভাববে সেই ভাবনা নেই আমার
আমি দলে যাহা বলি তাহাই সত্য,তাহাই আইন।
গনতন্ত্রের নামে যতই ঘটুক রক্তপাত
রাজনেতা কিংবা দলনেতা দুটোই আমার
আমিই ইচ্ছে মত
যাকে তাকে করি এপার ওপার।
সে দিন বাংলা ভিশনে টকশোতে তোফায়েল আহম্মেদ যা বললেন তাই বাস্তব।সে বলেছিল আমাদের রাজনিতীতে যে সংকট চলছে তা একপ্রকার হার-জিতের প্রশ্ন এসে দাড়িয়েছে।কেউ এখন হারতে চাননা।কি সরকারীদল কি বিরোধীদল।শ্রদ্ধেয় গুণি ব্যাক্তিত্ত্ব তোফায়েল সাহেব যা বললেন তা যদি সত্যি হয় তবে তো এ দেশে জনগণের কল্যানে,গনতন্ত্রের কোন রাজনিতীর দলই নেই।সিনেমার শেষ দৃশ্যের মত মারা মারি তার পর পুলিশ এসে ভিলেনকে এ্যারেষ্ট করবে।এরই মাঝে নিঃশেষ হবে প্রান কিছু ভাল-মন্দ লোকের।সংকট সমাধানে কেউ আন্তরিক নয়।শুধু বক্তিতার ফুল ছুড়ি।
প্রতিদিনই টিভিতে টক শো হচ্ছে ।টকশোতে রাজনিতী নিয়েই বেশী আলোচনা হয়।রাজনিতীর এ পিঠ ওপিঠের সমালোচনায় সমালোচনাকারীরা তীক্ষ্ন তীর ছুড়েন আমাদের নোংরা রাজনিতীর প্রতি।যত দিন যাচ্ছে ততই যেন রাজনিতীতে অস্হিরতা বাড়ছে।এর মূলে আছে”কেয়ার টেকার সরকার”। সরকারীদর একে সংবিধান সংশোধন করে বাতিল করেছে বিরোধীদল এর পূণরায় সংবিধানে সংযোজন করতে চায়।এটাই তাদের দাবী।অথচ সরকার এ ক্ষেত্রে অপরাগের অযুহাত দেখাচ্ছে।আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর সঠিক সিদ্ধান্তের উপর স্হির হয়ে আছে —জাতীর বহু কাঙ্খিত এবং মুক্তিযুদ্ধের কলঙ্গমুক্তের যে কাজ সে শুরু করেছে তা শেষ করা এবং অপার সন্ভাবনাময় বাংলাদেশের ভাগ্যকে বদলে দিতে কিছুটা ছাড় দিয়ে হলেও ভালো হয় বিরোধীদলের একমাত্র শেষ ইস্যু কে মেনে আমজনতাকে অনিশ্চিত ভবিষৎতের হাত থেকে রেহাই দিতে।যদি মানতে হয় এখনই বেটার -শেষ ভালো যার সব ভালো তার।তাছাড়া বিরোধীদলের আর কোন ইস্যু না থাকলে সরকারকে পরাজিত করার আর কোন চান্সই তারা পাবেনা।অন্যদিকে বিরোধীদল জামাত বা যুদ্ধাপরাধী বিচারে কোন পক্ষে মত দেন তাও স্পষ্ট হবে।
সরকার কিংবা বিরোধীদল দুটোই এ দেশের ঐতিহাসিক দল।এই দুদলের উপর নিভ`র করে বাংলাদেশের ভবিষৎ।আমরা কারো গোলামী করতে জানিনা ,করবোনা আমারা আমাদের মেধাবীদের যথাযথ ভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই।তাই প্রয়োজন বড় দু দলের ঐক্য।যা আমাদের এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকট।দূর থেকে কাদা ছুড়া ছুড়ি বন্ধ করে ঐক্যতায় আসতে সংলাপের বিকল্প নেই।যেহেতু স্হানের সমস্যা সেহেতু দেশের টিভি চ্যালেনগুলো তাদের আমন্ত্রন জানাতে পারেন।তাতে জনগণ সরাসরি দেখবে পাড়বে আমাদের ভবিষৎ উন্নয়নের প্রতিচ্ছবি।
১৩টি মন্তব্য
ব্লগার সজীব
ভালোই লিখেছেন । কিন্তু শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ কে ” বলেছিল ” ” সে ” এমন ভাবে উল্ল্যেখ করাটা ভালো লাগেনি। বলেছিলেন , তিনি এমন উল্ল্যেখ করলে ভালো লাগতো ।
মা মাটি দেশ
VERRY SORRY
মা মাটি দেশ
ভাষাগত ভূলের জন্য দুঃখিত।আমি নিজেও শ্রদ্ধেয় স্যারকে আমি পছন্দ করি।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ভালো লাগলো এই মনভাব টুকু । আমরা নিজেদের ভুল সহজে স্বীকার করিনা ।
ধন্যবাদ আপনাকে -{@
মা মাটি দেশ
ভূল মানুষ মাত্রই হয় ,ধন্যবাদ ভাই।
লীলাবতী
টকশো এখন আর দেখিনা , ফালতু কিছু আলাপ হয় টকশোতে।
জিসান শা ইকরাম
ভালো লেখার চেস্টা , আরো লিখতে থাকুন
আদিব আদ্নান
মন্দ নয় আপনার ভাবনা ।
আশায় থাকা ছাড়া আমাদের আমজনতার আর কোন উপায় নেই ।
মা মাটি দেশ
ধন্যবাদ
খসড়া
এত বড় কল্পনাতো দু:স্বপ্নেও অসম্ভব।
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহাহাহ । সুন্দর কল্পনা !
মা মাটি দেশ
ধন্যবাদের সহিত গ্রহিত হল আপনার আনন্দটুকু।
তৌহিদ
প্রতিদিনই টিভিতে টক শো হচ্ছে ।টকশোতে রাজনিতী নিয়েই বেশী আলোচনা হয়। রাজনিতীর এ পিঠ ওপিঠের সমালোচনায় সমালোচনাকারীরা তীক্ষ্ন তীর ছুড়েন আমাদের নোংরা রাজনিতীর প্রতি।যত দিন যাচ্ছে ততই যেন রাজনিতীতে অস্হিরতা বাড়ছে।