- দিদি দিদি করে খোকার
- কাটে সারাবেলা
- কোনো কাজ দিলে খোকাকে
- করে তাতে হেলা।
- একদিন খোকা বলল আমায়
- কোথায় গেছে দিদি
- কান্না করে ভাসত বুক আসে না কেন
- ওগো মা দিদি।
- ভগ্ন কন্ঠে বললাম এটাই তোর দিদির কবর
- সোনার মতোন মেয়ে
- চপল পায় চলতো সেজে গাঁয়ের
- সুরু পথটি বেয়ে।
- সোনার মুখখানি কবে আমার
- গেল ছাড়িয়ে আমায়
- দুঃখে আমার হিয়া কাঁদে কেন
- জিজ্ঞেস করছিস আমায়?
- খেলতে আমার সোনা মুখ
- গাঁয়ের ছেলের সাথে
- সদা করতে কাজ তোর দিদি খোকা
- আমার হাতে হাতে।
- যদি কখনো দিতাম বকা
- কেঁদে ভাসত বুক
- আজ যে নেই তোর দিদি খোকা
- মনে নেই আমার সুখ।
- রচনাকালঃ
- ২০/১২/২০২০
৭১৭জন
৫৪৪জন
৯টি মন্তব্য
আরজু মুক্তা
কবর বানানটা সম্পাদন করেন।
কবিতাটা পড়ে, কাজলা দিদির কথা মনে পরলো।
ভালো লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
আরজু আপুর মতো আমার ও কাজলা দিদির কথা মনে পড়লো কবিতাটি পাঠে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
সদা সুস্থ থাকুন
সুস্থ থাকুন
রোকসানা খন্দকার রুকু
কবর কবিতার মত করেছেন।
“এইখানে তোর দিদির কবর, সোনার মতন মুখ”
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
দাদী হবে
জাহাঙ্গীর আলম অপূর্ব
না
জাহাঙ্গীর আলম অপূর্ব
বাহ চমৎকার মন্তব্য করেছেন
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদির প্রতি শোক — “আজ যে নেই তোর দিদি খোকা
মনে নেই আমার সুখ”।— ভালো লাগা। ধন্যবাদ।