শেষ বিকেলের প্রণয়(শেষের কিছু অংশ)

সুরাইয়া পারভীন ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:০৮:২৬পূর্বাহ্ন উপন্যাস ১৯ মন্তব্য

গল্প লিখে চলেছি গল্প। একজন মৃত্যুপথযাত্রী মানুষের জীবন সায়াহ্নের অন্ধকারে এসে ক্ষণিক আলো পাওয়া ও সেই আলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষা থেকেই শিরোনাম ‘শেষ বিকেলের প্রণয়’ নাম দিয়েছি। ইচ্ছে ছিলো  শেষ বিকেলের রোদ্দুর হবে আমার উপন্যাসের শিরোনাম । কিন্তু আমার আগেই কেউ এ শিরোনামে গল্প গুচ্ছ লিখেছেন। তাই নামটি পরিবর্তন করতে হলো

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আমার বই প্রকাশ পাবে। আমার জন্য দোয়া করবেন

তুমি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছো মৃত্যুর দ্বারপ্রান্তে,
আর আমি কতো নিখুঁত ভাবে আপন হস্তে লিখে যাচ্ছি সে গল্প।
তুমি একটু একটু করে প্রতিনিয়ত যুদ্ধ করছো মৃত্যুর সাথে,
আর আমি নিস্তব্ধ পাথরের মতো শুধু দেখছি চেয়ে চেয়ে।
তুমি অপেক্ষা করছো কখন নিভবে তোমার জীবন প্রদীপ,
আর আমি প্রতীক্ষা করছি কখন ঘটবে এ গল্পের সমাপ্তি।
প্রাণহীন কংক্রিটের তৈরী মূর্তি হলেও হতো ফেটে চৌচির,
রক্ত মাংসের তৈরী কঠিন মানবী আমি এখনো রয়েছি স্থির।
আমাকে নাম যশ খ্যাতি অর্জন করতেই হবে-
তোমার জীবনের শেষ পরিণতির গল্প লিখে,
কারণ তুমি চেয়েছো দেখতে আমায় সাফল্যের শীর্ষে।
আমারই এই হাতে কাগজ কলম না দিয়ে-
যদি এক শিশি বিষ তুলে দিয়ে বলতে খেতে,
হয়তো মুক্তি পেতাম এই বিভৎস মৃত্যুর যন্ত্রণা থেকে।
কতোটা পোড়া কপাল হলে বুকে পাথর বেঁধে,
প্রিয় মানুষের শেষ পরিণতির গল্প লিখতে হয় কেউ কি জানে?

 

৯৪৮জন ৭০৯জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ