গল্প লিখে চলেছি গল্প। একজন মৃত্যুপথযাত্রী মানুষের জীবন সায়াহ্নের অন্ধকারে এসে ক্ষণিক আলো পাওয়া ও সেই আলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষা থেকেই শিরোনাম ‘শেষ বিকেলের প্রণয়’ নাম দিয়েছি। ইচ্ছে ছিলো শেষ বিকেলের রোদ্দুর হবে আমার উপন্যাসের শিরোনাম । কিন্তু আমার আগেই কেউ এ শিরোনামে গল্প গুচ্ছ লিখেছেন। তাই নামটি পরিবর্তন করতে হলো
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আমার বই প্রকাশ পাবে। আমার জন্য দোয়া করবেন
তুমি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছো মৃত্যুর দ্বারপ্রান্তে,
আর আমি কতো নিখুঁত ভাবে আপন হস্তে লিখে যাচ্ছি সে গল্প।
তুমি একটু একটু করে প্রতিনিয়ত যুদ্ধ করছো মৃত্যুর সাথে,
আর আমি নিস্তব্ধ পাথরের মতো শুধু দেখছি চেয়ে চেয়ে।
তুমি অপেক্ষা করছো কখন নিভবে তোমার জীবন প্রদীপ,
আর আমি প্রতীক্ষা করছি কখন ঘটবে এ গল্পের সমাপ্তি।
প্রাণহীন কংক্রিটের তৈরী মূর্তি হলেও হতো ফেটে চৌচির,
রক্ত মাংসের তৈরী কঠিন মানবী আমি এখনো রয়েছি স্থির।
আমাকে নাম যশ খ্যাতি অর্জন করতেই হবে-
তোমার জীবনের শেষ পরিণতির গল্প লিখে,
কারণ তুমি চেয়েছো দেখতে আমায় সাফল্যের শীর্ষে।
আমারই এই হাতে কাগজ কলম না দিয়ে-
যদি এক শিশি বিষ তুলে দিয়ে বলতে খেতে,
হয়তো মুক্তি পেতাম এই বিভৎস মৃত্যুর যন্ত্রণা থেকে।
কতোটা পোড়া কপাল হলে বুকে পাথর বেঁধে,
প্রিয় মানুষের শেষ পরিণতির গল্প লিখতে হয় কেউ কি জানে?
১৯টি মন্তব্য
নৃ মাসুদ রানা
অগ্রীম বুকিং দিয়ে রাখলাম * শেষ বিকেলের প্রণয় *।
শুভকামনা রইলো।
কতোটা পোড়া কপাল হলে বুকে পাথর বেঁধে,
প্রিয় মানুষের শেষ পরিণতি গল্প লিখতে হয় কেউ কি জানে?
সুরাইয়া পারভিন
জানি না ভাইয়া, সত্যিই জানি না। এটা কেউ জানে কি না।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
নির্মম কবিতা, আপনার গল্পের বইয়ে সাফল্য কামনা করছি
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু
জিসান শা ইকরাম
উপন্যাস লিখছেন আপনি?
আমরা সোনেলা পরিবার একসাথে দল বেধে বই কিনতে যাই।
এবার যেদিন যাব আপনি স্টলে থাকবেন, অটোগ্রাফ দিবেন না?
শুভ কামনা প্রিয় ব্লগার।
সুরাইয়া পারভিন
জ্বী ভাইয়া,,, বই মেলাতে প্রকাশ করার ইচ্ছা আছে। বাকিটা আল্লাহ ভরসা। যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই দেখা হবে বই মেলায়। দোয়া করবেন আমার জন্য।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ রইলো।
জিসান শা ইকরাম
অনেক দোয়া রইল আপনার জন্য।
সফল একজন লেখক হবার স্বপ্ন পুরন হোক।
এস.জেড বাবু
যদি এক শিশি বিষ তুলে দিয়ে বলতে খেতে,
হয়তো মুক্তি পেতাম
সুন্দর হয়েছে লিখা।
আপনার জন্য অনেক দোয়া রইলো। সার্থক হউক আপনার প্রচেষ্টা এবং সফল হউক।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ। আপনারা পড়েন আমার লেখা বলেই সাহস পাই লেখার। চমৎকার চমৎকার মন্তব্যে উৎসাহিত হই। অনুপ্রেরণা পাই
এস.জেড বাবু
এ দেশের ভবিষ্যত রাইটার আপনারাই। সোনেলায় অনেকেই ভাল লিখেন, আপনি অন্যতম তাদের মধ্যে।
অনেক শুভকামনা আপু।
ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনার বিষ-পান মেলায় গিয়েই পেতে চাই,
আপনার হাত থেকেই।
সাফল্যের দ্বার উন্মুখ হয়ে আছে দেখতে পাচ্ছি।
সুরাইয়া পারভিন
ইনশাআল্লাহ ,,,,দোয়া করবেন ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
লিখুন লিখুন আপু। বইটির ভাব কিন্তু চরম আবেগী এবং উপভোগ্য। বইয়ের জন্য অগ্রিম শুভকামনা।
আপনার লেখার হাত অনেক ভালো। সাবলীলতাই একজন ভালো লেখকের অন্যতম গুন।
ভালো থাকবেন।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
কিছু সম্পর্কের যবনিকা টানা উচিত নয়। অনন্তকাল ধরেই রয়ে যায় সেই সীমাহীন সম্পর্কের রেশ।
সুরাইয়া পারভিন
চাইলেও কিছু সম্পর্কের যবনিকা টানা যায় না
চমৎকার লিখেছেন
আন্তরিক ধন্যবাদ প্রিয়
চাটিগাঁ থেকে বাহার
আপনার জন্য শুভ কামনা। যথা সময়ে আপনার বই দুনিয়ার আলো দেখুক এটাই কামনা করি।
সুরাইয়া পারভিন
আমীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া