শেখো এবং শেখাও

মোঃ মজিবর রহমান ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ০৭:০৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

সময় দাও
বর্ণ খেল
ঘর কর
সন্তানকে রক্ষা কর।

মোবাইল আসক্ত
নাই ভয়
ভয় কর জয়
বাচ্চা হোক তোমার আসক্ত।

বাচ্চাকে দাও সঙ্গ
খেলা কর
ফুর্তি কর
আনন্দ কর
বাচ্চা হবে তোমার অনুরক্ত।

শব্দের ছন্দে, বলার ছন্দে
হাসির সুর, কথার সুরে
হাতের তালে তুলি
স্বপ্ন বুননে অগ্রগামী।

ছন্দ নাচো, ছন্দ গাও
ছন্দ শেখাও, ছন্দে নাচাও
নৃত্যতালে গানের তালে
একই সুরে একই সঙ্গে গেঁয়ে যাও।

শেখো ও শেখাও
আপন সন্তানকে
বাড়াও আগ্রহ শিখায়
তবেই সাফল্য দোরগোড়ায়।

৭১৩জন ৫৮৬জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ