আমি যখন রাসেল মামার খেলনা চুরি করে নানির কাছে পালিয়ে যেতাম তখন রাসেল মামা কান্না করতো।
এইটা ছিল ওয়াজেদ জয় ও শেখ রাসেলের ছোট বেলা একটি কথা।
ছোট বেলা থেকে দুই জন এক সাথে বেড়ে উঠছিল। কিন্তু শেখ রাসেলের তা আর হল না। ৭৫এর ১৫ আগস্ট কলো রাতে ছোট শিশুটি বেড়ে উঠার আগে তার পরিবার সহ তার জীবনের আলো নিভিয়ে দিল ঘাতকরা।
আজ বেচেঁ থাকলে হইতো শেখ হাসিনার সাথে দেশের কাজে নিয়োজিত থাকতেন।
আজ সে ছোট শিশু বেচেঁ থাকলে ৪৯বছর বয়স হতো।
তুমি নাই তবু তোমার জন্ম দিনে জানায় “শুভ জন্মদিন”।
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন শেখ রাসেল —
নুরুন্ননাহার শিরীন
বঙ্গবন্ধুর রক্তধারার সর্বকনিষ্ঠ উত্তরসুরী শেখ রাসেল বেঁচে আজও কোটি অন্তরে বঙ্গবন্ধুর চেতনা হয়ে। আমরা রাসেল সোনামনিকে আজও ভুলিনি, ভুলবো না। বাংলাদেশ যদ্দিন তদ্দিন বেঁচে থাকবে চেতনাধারায় শেখ রাসেল। রাসেলের ৪৯তম জন্মদিনের স্মরণে হৃদয়চেরা শুভেচ্ছা। -{@ -{@ -{@
রাহুল উজ্জ্বল
শেখ রাসেল বেচেঁ আছে কোটি মানুষের অন্তরে.. হা ঠিক
তওসীফ সাদাত
শুভ জন্মদিন শেখ রাসেল 🙂
খসড়া
শুভ জন্মদিন
নীলকন্ঠ জয়
বাংলাদেশ যতদিন আছে ততদিন আছে ছোট্ট শিশু শেখ রাসেল। শুভ জন্মদিন শেখ রাসেল। জয় বাংলা। -{@
যাযাবর
শুভ জন্মদিন শেখ রাসেল । বেঁচে থাকলে আজ তোমার হাত ধরে হাটতো বাংলাদেশ।
আদিব আদ্নান
সব শিশুর মতই বেঁচে থাকার অধিকার নিয়েই এসেছিল এ ধরণীতে ।