শুভ জন্মদিন

রাহুল উজ্জ্বল ১৮ অক্টোবর ২০১৩, শুক্রবার, ১০:৩৪:২১পূর্বাহ্ন অন্যান্য ৮ মন্তব্য

আমি যখন রাসেল মামার খেলনা চুরি করে নানির কাছে পালিয়ে যেতাম তখন রাসেল মামা কান্না করতো।

এইটা ছিল ওয়াজেদ জয় ও শেখ রাসেলের ছোট বেলা একটি কথা।

ছোট বেলা থেকে দুই জন এক সাথে বেড়ে উঠছিল। কিন্তু শেখ রাসেলের তা আর হল না। ৭৫এর ১৫ আগস্ট কলো রাতে ছোট শিশুটি বেড়ে উঠার আগে তার পরিবার সহ তার জীবনের আলো নিভিয়ে দিল ঘাতকরা।

আজ বেচেঁ থাকলে হইতো শেখ হাসিনার সাথে দেশের কাজে নিয়োজিত থাকতেন।

আজ সে ছোট শিশু বেচেঁ থাকলে ৪৯বছর বয়স হতো।

তুমি নাই তবু তোমার জন্ম দিনে জানায় “শুভ জন্মদিন”।

৬৮২জন ৬৮২জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ