বাংলাদেশের গ্রাম্য সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ ভূত/জিন । এমন কোন গ্রাম খুজে পাওয়া যাবে না যেখানে একটা দুটি ভূত বা জিন খুজে পাওয়া যাবে না । অস্তিত্বহীন কুসংস্কার মানুষের মনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে তার প্রমাণ এই ভূত । যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে আসছে ভূত/জিন আছে । এবং জ্ঞান-বিজ্ঞানের প্রভাব ও প্রচার অনেক কুসংস্কার দূর করতে পারলেও এই ভূতের ভয় রোধ করতে পারে নি । ভূত/জিনের ভয় একেবারে শিশুবেলা থেকে মানুষের মনে স্থায়ীভাবে রোপণ করা হয় । ফলে বড় হয়েও মানুষ এগুলো বিশ্বাস করে ।
এখন দেখা যাক ভূত আসলে কি । মাটি,জল,বাতাস,আলো ও তাপ এই পাঁচটি প্রাকৃতিক বস্তু কে এক সঙ্গে বলা হয় পঞ্চভূত । মানুষ মারা গেলে তার দেহ এই পঞ্চভূতে মিলিয়ে যায় । সম্ভবত এইকারণে প্রেতাত্মাকে বাংলায় ভূত বলা হয় । ভূতের ভূত নামেরও উৎপত্তি সম্ভবত এখান থেকে । বাংলায় প্রধানত ৫ ধরনের ভূতের অস্তিত্ব পাওয়া যায় । এগুলো হলঃ- ১। শাকচুন্নি; ২। মামদো ভূত; ৩। ব্রহ্মদৈত্য; ৪। পেত্নি; ৫। স্কন্ধ কাটা । এর বাইরেও কিছু এলাকা ভিত্তিক ভূতের কথা মানুষের মুখে শোনা যায় । তবে এগুলোই বাংলার ভূত সমাজের প্রধান প্রধান ভূত । পুরো বাংলা একসময়ে এই ভূত সমাজের প্রভাবে ভীত সন্ত্রস্ত্য হয়ে থাকত , যদিও সময়ের সাথে সাথে জিন/ভূতের ভয় ও প্রভাব ধিরে ধিরে কমে আসছে । এখন দেখা যাক ভূতের এই শ্রেণীবিভাগ কিভাবে করা হয়ঃ-
১। শাকচুন্নিঃ সধবা মহিলা মারা যাওয়ার পর যদি তার আত্মা প্রেত লোকের অধিবাসী হয় তবে তাকে শাকচুন্নি বলা হয় । এটি স্ত্রী লিঙ্গের ভূত ।সাধারণত এইধরনের ভূত বড়দিঘী সংলগ্ন পুরাতন কোন গাছে বা সরাসরি পুকুরেই বসবাস করে । মাছ এদের খুব প্রিয় খাবার । যদিও কাঁচা মাছ খাওয়ার ঘটনা খুব একটা শোনা যায় না । তবে রাতের বেলা রান্নারত গৃহিণীদের কাছে এরা নাকি সুরে মাছ চেয়েছে এরকম ঘটনা বিভিন্ন লেখকের লেখায় লিপিবদ্ধ আছে । শাকচুন্নি মাঝে মাঝে মানুষের ঘাড়েও ভর করে । তবে এরা বেছে বেছে শুধুমাত্র অবিবাহিত মেয়েদের ঘাড়েই ভর করে । শাকচুন্নির হাতে মানুষ মারা গিয়েছে এধরনের কোন ঘটনা শোনা যায় না।
২। মামদো ভুতঃ কোন মুসলিম ব্যাক্তি যদি মারা যাওয়ার পর প্রেত লোকের বাসিন্দা হয় তবে তাকে মামদো ভূত বলে । এটি পুরুষ লিঙ্গের ভূত । মামদো ভূত সাধারনত পুরাতন বাড়িসংলগ্ন বড় গাছ বা ফাকা বিলের মধ্যে বড় কোন গাছ বা পুরানো পরিত্যাক্ত পাত কুয়ার আশেপাশে বসবাস করে । এরা কিছুটা বদরাগী গোছের হয় । মানুষের ঘর বাড়িতে বিভিন্ন ধরনের ক্ষতি ও ভাঙচুর করে । মামদোভূতের হাতে মানুষ খুন হওয়ার ঘটনা শোনা যায় ।
৩। ব্রহ্মদৈত্যঃ ব্রাহ্মণ বর্নের কেউ যদি মারা যাওয়ার পর প্রেতলোকের অধিবাসী হয় তবে তাকে ব্রহ্মদৈত্য বলে । এটি পুরুষ লিঙ্গের ভূত । সাধারণত ব্রহ্মদৈত্যরা পুরাতন বাড়িতে বসবাস করে । এমনকি মানুষ এবং ব্রহ্মদৈত্য এর সহবস্থানেরও বিভিন্ন ঘটনা বইতে লিপিবদ্ধ আছে । তবে কাটাওলা গাছেও এরা বসবাস করে । ব্রহ্মদৈত্যকে কোথাও চুপচাপ লাজুক গোছের ভূত হিসাবে বর্ননা করা হয়েছে কোথাও খুবই বদরাগী নির্মম হিসাবে বর্ননা করা হয়েছে । ব্রহ্মদৈত্যের হাতে মানুষ খুন হওয়ার ঘটনাও শোনা যায় ।
৪। পেত্নিঃ ভূতের মধ্যে সবচেয়ে নিম্নবর্নের ভূতের নাম পেত্নি । এটি স্ত্রী লিঙ্গের ভূত । এরা সাধারণত শেওড়া গাছে বাস করে । প্রধান খাদ্য কাঁচা মাছ । ইলিস মাছের প্রতি এদের খুব টান । বাজার থেকে ইলিস মাছ নিয়ে ফেরার সময় পেত্নির পিছু নেয়ার ঘটনা প্রতিটি গ্রামেই কয়েকবার ঘটেছে । পেত্নি নারী পুরুষ নির্বিশেষে সবার ঘাড়েই ভর করলেও বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদের উপর বেশি ভর করে । সদ্য বিবাহিতা নারীদের এরা বিশেষভাবে পছন্দ করে । পেত্নির হাতে মানুষ খুন হওয়ার ঘটনাও শোনা যায় ।
৫। স্কন্ধ কাটাঃ স্কন্ধ কাটা সম্বন্ধে খুব একটা তথ্য জোগাড় করতে পারি নি । এরা সাধারণত বন বা জংলা অঞ্চলের অধিবাসী । এদের দেহ আছে কিন্তু মাথা নেই । এবং মানুষ এদের সামনে পড়লে সাধারণত জীবিত অবস্থায় ফেরে না । এরা মানুষের দেহ বা কোন প্রাণীর দেহ নিয়ে মানুষের সামনে হঠাৎ উদয় হয় । এবং কখনও ঘাড় মটকে বা রক্ত চুষে মেরে ফেলে ।
এর বাইরেও বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ভূতের কাহিনী ।
আমার এই লেখার তথ্য বিভিন্ন বড় বড় লেখকের ভূতের গল্প থেকে সংগ্রহ করা । এর পাশাপাশি গ্রাম্য মানুষের ভূতের প্রতি ধারনা থেকেও কিছু কিছু সংগ্রহ করেছি । ভূত আমাদের লোকজীবন ও সাহিত্যের একটা অংশ । ভূতের উপর এখনও কোন গবেষণা বা বই প্রকাশিত হয়েছে বলে এখনও শুনি নি । কারো খোঁজে যদি এই ধরনের কোন ডকুমেন্ট থাকে তাহলে জানালে উপকৃত হব ।
১২টি মন্তব্য
প্রজন্ম ৭১
আপনাকে ভুত বিশেষজ্ঞ মনে হচ্ছে :p
"বাইরনিক শুভ্র"
হা হা হা হা । হতেও পারি , আমার পরিবারে দুই তিন জন আছে যারা সর্বত্র ভূতের অস্তিত্ব খুজে পায় । তাই আমার বিশেষজ্ঞ হওয়া কেউ ঠেকাতে পারে নাই । 😀
জিসান শা ইকরাম
ভুত চর্চা ভালোই চলছে মনে হয়।
ভুত সম্পর্কে বিশ্লেষনে মুগ্ধ হয়ে গেলাম।
শুভ্রর এটি সেরা পোস্ট বলে আমার ধারনা ।
শুভ কামনা ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ । 🙂
সীমান্ত উন্মাদ
আরেক ধরনের ভূত আছে ভাই হেইডা লেখলেন না যেঃ প্রেম ভূতের কথা বাদ থাইকলো কে, পড়েন নাই নাকি কখনো!! :D)
"বাইরনিক শুভ্র"
ভাই ভুল করি হালাইছি । আপনি এই ভূত নিয়ে একটা পোস্ট দিয়া দেন 😀
নীলকন্ঠ জয়
ভুত বিশেষজ্ঞ নিজেও ভুত কিনা সন্দেহ আছে। :D)
আজ রাত থেকে শুরু হচ্ছে সোনেলা আড্ডা। আমন্ত্রণ রইলো।
"বাইরনিক শুভ্র"
হইলাম ই বা, আপনি ওঝা না হলেই হয় । 😀
খসড়া
হামদো ভুত মামদোভুত, মেছো ভুত, গেছো ভুত, পিশাচ, পিশাচী নি, গ্যাজলা, ঘেনী, পরশুরামের বইয়ে আরও ভুতের বিস্তারিত বর্ননা আছে।
"বাইরনিক শুভ্র"
মামদো ভূতের কথা লিখেছি । মেছো ভূত+পিশাচ-পিশাচীনি এবং পেত্নি একই জিনিশ । ব্রহ্মদৈত্য এবং মামদোভুত কেই গেছো ভূত বলা হয় । গ্যাজলা, হামদো , ঘেনী এরা খুব একটা বিখ্যাত না । তাই এদের বাদ দিয়েছি ।
শুন্য শুন্যালয়
আমিতো আগেই কইছি আমাগো গ্রামে তোমার মত একটা ভুত আছে, আমার ধারনা অইটা তুমি হইতে পারো … 🙂
এইবার শোন, কালকে একটা সিনেমা দেখলাম, কেউ কোনদিন ভুত দেখেনি বলে বিশ্বাস করেনা… তো এক ভুত বিশেষজ্ঞ তখন বলছে, আপনি তো ঈশ্বরে বিশ্বাস করেন, তাকে কখনো দেখেছেন? এই যে বাতাস বইছে, তাকে কখনো দেখেছেন? তো ভুত হইতেও পারে :p
ভুত গবেষণা চলুক…
"বাইরনিক শুভ্র"
প্রথমত আমি ঈশ্বরে বিশ্বাস করি না ২য়ত বাতাস দেখা না গেলও অনুভব করা যায় । আর আমি ভূত নিয়ে গবেষণা করলেও ভূতে বিশ্বাস করি না ।
ভূত যখন কইলেনই তখন রেডি হন রাতে ভয় দেখাতে আসছি । 😀
অপারেশন ভূত হান্ট নিয়ে একটা লেখা দিব বলে ভাবছি ।