——-শুকনো পাতা——–
গাছের পাতায় পরকীয়া হয়ে এখন তুমি আছো শুধু মাঁয়া,
একদিন ছিল তোমার ভরা যৌবনের শিহরনের একটু ছোঁয়া।
কঁচি পাপড়ীতে দেখেছো তোমাদের চক্রবিন্দুর কাজ,
সেই শুকনো পাতায় তুমিই পরিণত হয়ে গেলে আজ।
চারদিকে সবুজের সমারহে মুগ্ধ করেছে ডাল,
তুবুও আজ তোমাকে দেখতে লাগিতেছে ভাল।
নানা রঙরের হয়ে থাকে সব সময় তোমার সাঁজ,
সবার কাছে তুবুও তুমি হয়ে আছো শুকনো পাতা আজ।
কেউ বা সবুজ কেউ বা হলুদ তুমি হলে এক অন্য,
তবুও সবাই দেখতে পায় তোমায় অন্য রঙের জন্য।
চিন্তা করিও না তুমি অচিরেই ক্ষয় হয়ে যাবে গাছে,
তোমার মত হতভাগা পৃথিবীতে আরও অনেক আছে।
একটু একটু করে খুলে যাবে তোমার ঐ দেহ,
তাতেও দোষ নেই কারন বুঝতে পারবে না কেহ।
কিছুদিনের মধ্যে আর তুমি থাকবে না ঐ গাছে,
গাছও একটুও বলবেনা তোমার মত কেউ আছে।
আবার তরুণের পালা হয়ে যাবে তোমার ঐ মত,
এভাবেই চলে যাবে সব গাছে পাতা আছে যত।
অতীতের কথা স্বরন করে দেখো তুমি একবার,
বৃষ্টির ফোঁটা পড়েছিল তোমার উপর অনেকবার।
রোদ্দুর মাঝে ছিলে তমি এক সময় ঝকঝকে এক পাতা,
আজ তুমি থাকবেনা থাকবে শুধু ঐ সৃতিটির সব কিছু গাথা।
সেদিনেই পেয়েছিলে তুমি তোমার পূর্ণ যৌবন খানা,
তাত্ক্ষনিক হারিয়ে ফেলিয়ে দিলো পাখির ঐ ছাঁনা।
নেই কোন তোমার একটু নাম ঐ খানে এই খানে,
তবুও লোকে তোমায় শুকনো পাতা নামে একটুখানি জানে।
তুমি কখনও কারো কাছে চাও নি কোন কিছু,
সেই কারনে এই অধম আমি নিলাম তোমার পিছু।
–হুম,গ্রামের বাড়ীতে বিছানায় শুয়ে জানালার পাশের গাছগুলির শুকনো পাতা দেখে হাতুড়ি কবি হিসেবে দুই লাইন লিখলাম, আসলেই সমাজে অনেক লোক গাছের শুকনো পাতার মত হয়ে আছে।
#সাইদুর রহমান ০৯/১০/১৪
#নষ্ট
৭টি মন্তব্য
কৃষ্ণমানব
বসন্তের আগমন তো হয়নি , এখনি কমলা রোদের রৌদ্দুর হাসি হাসছে আপনার কবিতায় !
ভালোই লেগেছে ।
আরো লেখুন !
সাইদুর রহমান সিদ্দিক
হুম, আপনাকেও ধন্যবাদ/লেখার চেষ্টা করব
মিজভী বাপ্পা
এক অনন্য প্রাকৃতিক ছোঁয়া পেলাম কবিতায়। ধন্যবাদ 🙂
বন্য
কবিতা রগরগে ভাল হয়েছে। একটি মাত্র শব্দের ব্যবহার একটু বেমানান মনে হল। লাগিতেছে>>লাগছে হলেই মনে হয় পাঠে ভাল লাগে। ক্ষুদ্র এক পাঠক হিসেবে আমার মতামত শুধুমাত্র। শুভকামনা।
রুদ্র রুহান
ভালো লাগলো, শুভ কামনা থাকলো
মোঃ মজিবর রহমান
অনবদ্য ভাল লাগলো
শুভেচ্ছা রইলো।
সীমান্ত উন্মাদ
কাব্য ভাব আর শব্দ ব্যাবহারে মুগ্ধ। শুভকামনা জানিবেন নিরন্তর