শাশ্বতী

সালাহউদ্দিন সালমান ৬ সেপ্টেম্বর ২০১৩, শুক্রবার, ০৯:৫৪:১৪পূর্বাহ্ন কবিতা, গল্প, সমসাময়িক, সাহিত্য ৫ মন্তব্য

শাশ্বতী

সে এক শূন্যতা থেকে আগত শাশ্বতী;
অশাশ্বত মনের অরণ্যে
ঘনবনের ঐশ্বর্য নিয়ে আসায়,
ক্ষণমূহর্তে পালিয়ে গেলো নিপাট একাকীত্ব!

বিবদমান আস্তাকুরে অবকাশ ছিলোনা
বিনির্মাণ পরিচ্ছন্নতার
ভূতুড়ে নীরবতায় ঝরাপাতার সংগীত ছিলো
দৃশ্যমান অবিরাম বিরহী দোলার!

শাশ্বতীর সুর মূর্চ্ছনায় মনের গহীনে
এখন ভালোবাসা একবুক,
শাশ্বতীর সংস্পর্শে টেরই পেলাম না
কখন নিপাত গেলো একাকীত্বের শোক!
https://m.facebook.com/poet.salman?

১৫২৮জন ১৫২৮জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ