হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়…
হারানোর ভয়ে প্রতিদিন
স্বপ্ন দেখে বেড়াই…
হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়…
ইট পাথরে গড়া শহরের মানুষ গুলো
ইস্পাতের ন্যায়,
ভালবাসা কিংবা সহানুভূতি
খুঁজে পাওয়া দায়,
মানুষগুলো আজ স্বার্থের কাঙাল
শহর সে সুখের জাহান্নাম।
১২টি মন্তব্য
কৃন্তনিকা
“মানুষগুলো আজ স্বার্থের কাঙাল
শহর সে সুখের জাহান্নাম।” ভালো লেগেছে।
সুন্দর…
রুদ্র আমিন
জেনে ভাল লাগল। রাতের শুভেচ্ছা।
কৃষ্ণমানব
মানুষগুলো স্বিয় স্বার্থ্যের জন্য যে কিছু করতে পারে ।
ছোট লেখায় সুন্দরভাবে তুলে ধরেছেণ ।
রুদ্র আমিন
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কৃষ্ণমানব ভাইয়া।
লীলাবতী
হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়… , ঠিক বলেছেন ভাইয়া। ভালো লেগেছে।
রুদ্র আমিন
ধন্যবাদ লীলাবতী বন্ধু।
ছাইরাছ হেলাল
এত চানা-চেনির দরকারটা কী !
সহজে ভালই লিখছেন।
রুদ্র আমিন
কোন প্রয়োজন নেই আবার আছে
পৃথিবীটাই গোলক ধাঁধার।
ধন্যবাদ ছাইরাছ হেলাল ভাই।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
বাস্তবতা এমনই।
রুদ্র আমিন
ঠিক বলেছেন মেঘাচ্ছন্ন মেঘকুমারী।
খেয়ালী মেয়ে
আমরা আসলেই সবাই স্বার্থআপন মানুষ 🙁
নুসরাত মৌরিন
হারালে বা কষ্ট পেলেই আসলে মানুষ চেনা যায়। ইট পাথরের এই শহরে মানুষগুলো আসলেই ভীষোন স্বার্থপর।
তবু দুঃখ ভাল।দুঃখের চেয়ে আপন তাই আর কিছু নেই। তীব্র দুঃখে মানুষ নিজে নিজের সাথে থাকে।
সুন্দর কবিতা।ভাল লাগলো।