শহর

রুদ্র আমিন ৬ অক্টোবর ২০১৪, সোমবার, ১১:০৯:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়…
হারানোর ভয়ে প্রতিদিন
স্বপ্ন দেখে বেড়াই…
হারালে কিংবা কষ্ট পেলেই মানুষ চেনা যায়…

ইট পাথরে গড়া শহরের মানুষ গুলো
ইস্পাতের ন্যায়,
ভালবাসা কিংবা সহানুভূতি
খুঁজে পাওয়া দায়,
মানুষগুলো আজ স্বার্থের কাঙাল
শহর সে সুখের জাহান্নাম।

৬২৮জন ৬২৮জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ