
বৃষ্টি নেই। প্রচন্ড খরতাপে পুড়ছে খাতার পাতা। কলমের কালিও শুকিয়ে গেছে। একটি লাইনও যায় না লেখা।মগজ কাজ করে না। কেমন যেন এলোমেলো ভাবনা আচ্ছন্ন মন। কবিতা – অকবিতা কোনো টাকেই কাছে পাই না। কেমন যেন পালাই পালাই করে। দূর থেকে দেখা যায়, কাছে আসে না। হাত বাড়ালে ছোঁয়া যায় না।
চলছে হেমন্ত। নবান্নের উচ্ছ্বাস কই? নতুন ধানের সুবাসে মাদকতা নেই। এরপর আসবে শীতের হীমলতা। আবার জমবে বরফ। রুক্ষতা গ্রাস করে নিবে প্রকৃতি। ঝরাপাতার কান্নায় লেখা হবে কি নতুন কোন কাব্য! নাকি বসন্তের অপেক্ষায় থাকবো, চাতক পাখির মতো। অথবা বর্ষায় আনবে নতুন বান।
এক সময় সোনেলার পাতায় প্রতিদিনের লেখা পড়ে শেষ করতে পারতাম না। মন্তব্যে সংখ্যা একশত ছাড়িয়ে যেত। এখন মন্তব্য পঁচিশের নিচে নেমে এসেছে।
আবার উঠবে রবি, সোনেলার আকাশে
কচি ঘাসে ভরবে উঠান
শব্দের কলিরা ফোটাবে ফুল।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক আবেগময় অনুভূতির ছোঁয়া কবি আপু অনেক শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সোনেলা সবার সোনা হোক, সোনেলা সবার বাস হোক। সবাই একত্রীত ইনশা আল্লাহ।
হালিমা আক্তার
আমরা সবাই সোনেলা পরিবারের। আশাকরি সামনে অবশ্যই ভালো দিন আসবে। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
এখনও মন্দ নই, আরও ভালো হবে ইনশা আল্লাহ।
মোঃ মজিবর রহমান
আমার লিখার পসরা সাজানোর মত ইচ্ছে হছে না তবুও আপনাদের মাঝে আছি। আপনারা সোনেলা পাতায় ভরুন আমি শুধুই পাঠক লেখক হবার কোন যোগ্যতা আমার নাই।
হালিমা আক্তার
আপনি খুব ভালো লিখেন। অবশ্যই আমাদের সকলের সাথে থাকবেন। শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সঙ্গে আছি, ইনশা আল্লাহ।
সুপর্ণা ফাল্গুনী
আপু লেখার খরায় ভুগছি। সময়টাও তেমন ভালো যাচ্ছে না সবকিছু মিলিয়ে। আশা করি সোনেলা আবার ফিরে পাবে বর্ষার বান , যে বানে ভেসে যাবে সোনেলার উঠোনে, লেখার ঝড় উঠবে, মন্তব্যের ঘরে ও গ্রাফ উর্ধ্বমুখী হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অফুরন্ত শুভকামনা রইলো
হালিমা আক্তার
সব সময় একরকম যায় না। আশাকরি খরা কেটে যাবে। সকলের কলম নতুন ভোর নিয়ে আসবে। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপা।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর আশাবাদে সমাপ্তি।
অতুলণীয় অনুভবের ছোঁয়া।
শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
কিচ্ছু ভালো লাগে না। কেন লাগে না তাও জানিনা। তাই লিখতেও পারিনা। কবিতার নামে লিখি যা তা।
শুভ কামনা আপু।।। ভালো সময় আসবে অবশ্যই!!!
হালিমা আক্তার
সামনে ভালো লাগার দিন গুলো আসুক। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপা।
নার্গিস রশিদ
খরা কেটে উঠুক। সময় টা ভালো না। কভিড আর সমাজের অস্থিরতা। এই সময় হয়ত থাকবেনা। আবার ভালো সময় আসবে। অনেক শুভ কামনা।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।