লেখনী ও ভাসান

তাপসকিরণ রায় ৬ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০১:১৭:২০অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৬ মন্তব্য

লেখনী

বুকের জাড়ানো কলমটি জানে শুধু আমার একাকীত্বের কথা,
–এ আনন্দ উচ্ছ্বাস জেনো ঢেকে রাখা ব্যথা, অবাধ ফেটে পড়া
দুঃখগুলি, লেখনী তুমি তো জানো অভ্যন্তর !
অশ্রু নেই কোথাও কাগজ ভরেছে জীবন কথায়।

ভাসান

তোমার ভাসান পাত্রে একটি জল ছবি–
ওদিকে খণ্ডিত মেঘের আকাশ–বাতাসে ভেসে যায় জীবন কথা,
কাব্য লিখেছি বৃষ্টি ঝরার দিনে–একটি যুগলবন্দী গান–
শিস বাতাসের মাথার ওপর চাঁদ উঠছে।
তোমাকে ছুঁতে যাবার অমোঘ ইচ্ছাগুলি বারবার নিজেরই কাছে ফিরে আসে।

৬০২জন ৬০২জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ