লেখনী
বুকের জাড়ানো কলমটি জানে শুধু আমার একাকীত্বের কথা,
–এ আনন্দ উচ্ছ্বাস জেনো ঢেকে রাখা ব্যথা, অবাধ ফেটে পড়া
দুঃখগুলি, লেখনী তুমি তো জানো অভ্যন্তর !
অশ্রু নেই কোথাও কাগজ ভরেছে জীবন কথায়।
ভাসান
তোমার ভাসান পাত্রে একটি জল ছবি–
ওদিকে খণ্ডিত মেঘের আকাশ–বাতাসে ভেসে যায় জীবন কথা,
কাব্য লিখেছি বৃষ্টি ঝরার দিনে–একটি যুগলবন্দী গান–
শিস বাতাসের মাথার ওপর চাঁদ উঠছে।
তোমাকে ছুঁতে যাবার অমোঘ ইচ্ছাগুলি বারবার নিজেরই কাছে ফিরে আসে।
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কলমে যদি সব প্রকাশ করা যেতো !!!!!!!
সুন্দর দুটো কবিতাই।
তাপসকিরণ রায়
ভাল লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
দাদা
কষ্ট
বুকের
গহীনে
চাপা
থাক।
আপনার
কলম
চলুক।
তাপসকিরণ রায়
সমবেদনার জন্যে কৃতজ্ঞ।ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
দারুন (y)
তোমাকে ছুঁতে যাবার অমোঘ ইচ্ছাগুলি বারবার নিজেরই কাছে ফিরে আসে (y)
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ।
নুসরাত মৌরিন
“বুকের জড়ানো কলমটি জানে শুধু আমার একাকীত্বের কথা”
চমৎকার কবিতা.. দুটোই। (y)
তাপসকিরণ রায়
আন্রতিক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সুন্দর ।
তাপসকিরণ রায়
ভাল লাগার জন্যে ধন্যবাদ।
সঞ্জয় কুমার
লেখা চলুক ।
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
(3 (y)
তাপসকিরণ রায়
ধন্যবাদ রইল।
ওয়ালিনা চৌধুরী অভি
দুটোই ভালো লেগেছে খুব।
তাপসকিরণ রায়
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ।