আজকাল প্রগতিশীলতা, চেতনা এসবের ফ্যাশন চলছে। তাই লুল হতে হলে আগে অবশ্যই এরকম একটা ইমেজ তৈরি করে নিতে হবে। এজন্য কিছু সামাজিক সমস্যার দিকে নজর দিন।
যেমন- দেশে গরীব মানুষ আছে তাই জাতীয় সঙ্গীত গাওয়া কিংবা কনসার্ট আয়োজন করা ঠিক হবে না –
এটাইপের।
গড়ে বিশটা লাইক আর প্রতিদিন ডজন খানেক ইনবক্স পাওয়া শুরু করলে ধর্ম নিয়ে চুলকানী উদ্রেককারী একটি পোস্ট লিখুন। এই দফায় আপনার লাইক আর ইনবক্স ম্যাসেজের হার দ্বিগুন হবে।
এরপর নারীদের কেন পুরুষের মত অর্ধেক কাপড় পড়ে রাস্তায় বের হওয়া যাবে না- এই ইস্যুতে কিছু ভাঙ্গাচুরা লজিক দেখান, সেখানে চটির ফ্লেভার থাকলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না।
এরপর শুরু করুন আজকে আপনার কলেজে/ ভার্সিটিতে/ অফিসে কে কে আপনাকে কি কি তেল মেরেছে তার ফিকশনধর্মী উপস্থাপনা।
ধীরে ধীরে আজকে কয়বার টয়লেটে গেছেন, কয়টা হিন্দি চুল পড়ে গেছে সেগুলার ফিরিস্তি।
প্রগতিশীলতা আর ইশ্মাটনেস জাহির করার উপায়- পাবলিক পোস্টে শারীরিক চাহিদার কথা প্রকাশ করেন
খোলামেলা, পাবলিক পিক আপলোডান আর ছবির ক্যাপশনে এমন কিছু লেখেন যার সারমর্ম হবে- “আমি একাধিক ব্যাডার লগে লটকালটকি করি এবং আরো করতে চাই”। ব্যাডা না পাইলে একলাই পোজ মারেন। মনে রাখবেন- হিট খাওয়ার জন্য খোমা দেখানোর যুগ এখন আর নাই। ক্যামেরা আরেকটূ দূরে নিতে হবে।
( চলবে)
১৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বাপরে কি শিক্ষা দিলেন? ;?
একটু অচেতন ই না হয় থাকলাম 🙂
খোঁচা পছন্দ হইছে … :Pleasure:
সিনথিয়া খোন্দকার
ধন্যবাদ। 🙂
জিসান শা ইকরাম
” মনে রাখবেন-
হিট খাওয়ার জন্য
খোমা দেখানোর যুগ এখন
আর নাই। ক্যামেরা আরেকটূ
দূরে নিতে হবে। ” — দারুন বলেছেন।
লিখুন নিয়মিত এখানে।
শুভ কামনা।
সিনথিয়া খোন্দকার
অনেক ধন্যবাদ জিশান ভাই।
মানিক পাগলা
লেখনী তো নয় যেন শানিত ছুঁড়ির ডগা।
ভাল লেগেছে (y)
সিনথিয়া খোন্দকার
প্রথম লেখা। ভাল লাগার জন্য ধন্যবাদ। 😀
স্বপ্ন
এত ফান করে বাস্তব অবস্থাকে তুলে আনলেন? ট্যালেন্টেড পোস্ট। চলুক আরো 🙂
স্বপ্ন
ছেলেদের জন্য কোচিং নেই আপু? :p
সিনথিয়া খোন্দকার
আসছে। :p
নীল রঙ
ভাল লিখেছেন।চলুক। 🙂
ব্লগার সজীব
আপু আপনি কি এসব চর্চা করেন ? 🙂 দুটো লেখা পড়লাম আপনার । এমন লেখার তারিফ করতেই হয় । নিয়মিত এমন লেখা পড়তে চাই । -{@ -{@
সিনথিয়া খোন্দকার
না ভাই। মাথায় খানিক সমস্যা আছে। এছাড়া সব ঠিক 😀 । ধন্যবাদ ভাল লাগার জন্য।
প্রজন্ম ৭১
টয়লেটের হিসেব দিতে হবে নাকি ? 🙂 হা হা হা হা । একটা স্কুল খুলবেন নাকি আপু ? শিক্ষার্থীর অভাব হবে না :p আমাদের জন্য লেখা কই ? লুল হতেই হবে এবার :D)
সিনথিয়া খোন্দকার
কামিং সুন। 😀
ব্লগার রাজু
এরপর নারীদের কেন পুরুষের মত অর্ধেক কাপড় পড়ে রাস্তায় বের হওয়া যাবে না- এই ইস্যুতে কিছু ভাঙ্গাচুরা লজিক দেখান, সেখানে চটির ফ্লেভার থাকলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না।। ha ha ha dil ki baaat
অপরাজিতা সারাহ
এই ধরনের শিক্ষনীয় পোস্ট বেশি বেশি চাই। হা হা প গে :D) :D)
সিনথিয়া খোন্দকার
ভাল লেগেছে জেনে ভাল লাগলো। একজন ভাল লেখকের ভাল মন্তব্য আসলেই অনেক উৎসাহ দেয়। 🙂