লিস্ট টু সরকার

ইঞ্জা ২১ মে ২০১৮, সোমবার, ০৫:৫১:২৬অপরাহ্ন সমসাময়িক ২২ মন্তব্য

 

সরকার নাকি সচিব এবং আমলাদের ৭৫ হাজার টাকা মূল্যের সেলফোন, ১৫ হাজার মাসিক সেলফোন ভাতা দেবেন, কি তামশা! 😒
এর আগে সরকার সকল সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি, প্রতি বছর তিনবার বোনাস দেওয়া শুরু করেছে, এছাড়াও সকল সচিবদের দামি গাড়ী, বাড়ী, জমি দিয়েই কান্ত হননি, সাথে চাকর বাকর রাখার জন্য স্পেশাল ভাতা ধার্য্য করেছেন। 😒

এখন জনগণের কথা হলো, জনগণের পিছে বাঁশ দিয়ে আদায়কৃত টাকা দিয়ে যখন এইসব দেওয়া হচ্ছে, সাথে যেন ভবিষ্যতে আর কিছু বাকি না পড়ে তাই জনগণ খুশিতে গদগদ হয়ে নিচের লিস্ট দিচ্ছে যেন এগুলোর জন্যও আলাদা ভাতা দেওয়া হয়, অনুরোধ রইলো কিছুই যেন বাদ দেওয়া না হয়।

নিম্নলিখিত পণ্যের জন্য বাৎসরিক ভাতা আবশ্যকঃ

১) উপরে নিচের জন্য বলাকা ব্লেড, প্রতি বছর দশ হাজার পিছ।
২) কান চুলকানো ও পরিস্কার করার জন্য দশ হাজার প্যাকেট কটনবাড।
৩) কানে ও নাকে দেওয়ার সর্ষে তেল, দুই হাজার লিটার।
৪) টয়লেট টিস্যু বিশ হাজার (বেশি ব্যবহার হয় কিনা)
৫) সেভিং কিট, সেভিং জেল সহ যাবতীয়, পাঁচ হাজার করে।
৬) নাকের, কানের চুল কাটার জন্য এক হাজার কাঁচি।
৭) বাথরুম কিটস যেমন সাবান, শরীর পরিস্কারক জালি (তারের হলে বেশি ভালো হয়), পেস্ট, টুথ ব্রাশ, সেভলন, ডেটল, ফিনাইল ইত্যাদি ইত্যাদি পঞ্চাশ হাজার পিছ।
৮) পারফিউম, বডি স্প্রে, আতর এইসবের জন্য বছরে পাঁচ লাখ।

এইসব না দিলে এই সরকারের ইজ্জত থাকবেনা বিধায় জনগণের এই অনুরোধ রাখবেন আশা করি।

প্রিয় জনগণ, আপনারা চাইলে লিস্টে আরো কিছু সংযুক্ত করতে পারেন, ধন্যবাদ।

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ