সরকার নাকি সচিব এবং আমলাদের ৭৫ হাজার টাকা মূল্যের সেলফোন, ১৫ হাজার মাসিক সেলফোন ভাতা দেবেন, কি তামশা! 😒
এর আগে সরকার সকল সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি, প্রতি বছর তিনবার বোনাস দেওয়া শুরু করেছে, এছাড়াও সকল সচিবদের দামি গাড়ী, বাড়ী, জমি দিয়েই কান্ত হননি, সাথে চাকর বাকর রাখার জন্য স্পেশাল ভাতা ধার্য্য করেছেন। 😒
এখন জনগণের কথা হলো, জনগণের পিছে বাঁশ দিয়ে আদায়কৃত টাকা দিয়ে যখন এইসব দেওয়া হচ্ছে, সাথে যেন ভবিষ্যতে আর কিছু বাকি না পড়ে তাই জনগণ খুশিতে গদগদ হয়ে নিচের লিস্ট দিচ্ছে যেন এগুলোর জন্যও আলাদা ভাতা দেওয়া হয়, অনুরোধ রইলো কিছুই যেন বাদ দেওয়া না হয়।
নিম্নলিখিত পণ্যের জন্য বাৎসরিক ভাতা আবশ্যকঃ
১) উপরে নিচের জন্য বলাকা ব্লেড, প্রতি বছর দশ হাজার পিছ।
২) কান চুলকানো ও পরিস্কার করার জন্য দশ হাজার প্যাকেট কটনবাড।
৩) কানে ও নাকে দেওয়ার সর্ষে তেল, দুই হাজার লিটার।
৪) টয়লেট টিস্যু বিশ হাজার (বেশি ব্যবহার হয় কিনা)
৫) সেভিং কিট, সেভিং জেল সহ যাবতীয়, পাঁচ হাজার করে।
৬) নাকের, কানের চুল কাটার জন্য এক হাজার কাঁচি।
৭) বাথরুম কিটস যেমন সাবান, শরীর পরিস্কারক জালি (তারের হলে বেশি ভালো হয়), পেস্ট, টুথ ব্রাশ, সেভলন, ডেটল, ফিনাইল ইত্যাদি ইত্যাদি পঞ্চাশ হাজার পিছ।
৮) পারফিউম, বডি স্প্রে, আতর এইসবের জন্য বছরে পাঁচ লাখ।
এইসব না দিলে এই সরকারের ইজ্জত থাকবেনা বিধায় জনগণের এই অনুরোধ রাখবেন আশা করি।
প্রিয় জনগণ, আপনারা চাইলে লিস্টে আরো কিছু সংযুক্ত করতে পারেন, ধন্যবাদ।
২২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আরো দিতে পারেন গিন্নিদের জন্য স্বর্নাংলকারের বিশেষ ছাড়
দিতে পারে শ্যালকদের জন্য বিশেষ কোটা
দিতে ঘুষ নেয়ার বৈধতা
আরো কত কি করবে সরকার ভেবে পাই না।এমনিতেই জিনিস পত্র দামের নাভিঃস্বাস তার উপর এমন সিদ্ধান্ত গরীবের মরন ছাড়া উপায় নাই।
ইঞ্জা
ঠিকই বলেছেন, পারলে ওরা দেশ শুদ্ধ নিয়ে নেন
তৌহিদ ইসলাম
জনগনের টাকায় হরিলুট করছে। নির্বাচনের আগে আমলাদের খুশী রাখার পরিকল্পনা এটি।
ইঞ্জা
তা ঠিক এবং এসব গাধারাও বুঝে, আমরা তো জনগণ।
মৌনতা রিতু
আমি তো শরম পাইছি। ভাইজু, কি বলব খুঁজে পাচ্ছি না। তারা যা বেতন পায় তা সব খরচের খাতায় চলে যায়। হেতিরে জিগাইতে হইবে কি কি ভাতা পাইতেছো।
এই লিষ্টগুলো তাদের কাজে লাগবে।
ইঞ্জা
😃 জিগান জিগান :D)
মোঃ মজিবর রহমান
আমি মুখে কুলুপ দিলাম।
ইঞ্জা
কেন আপনি কি পাওয়ার দলে আছেন? :p
মোঃ মজিবর রহমান
আমি সরকারের এইসব তেল্বাজদের গ্রিনা করি। এই সব কারনেই সরকার এর পতন হবে।
ইঞ্জা
পিপীলিকারর নাকি পাখা গজায় মরিবার তরে।
জিসান শা ইকরাম
এই সরকারের সমস্ত সফলতা কিছু তেলবাজদের কারনে ভেস্তে যাবে,
কি দরকার এসবের?
এই সব বুদ্ধিদাতারা দেশেরই শত্রু।
ইঞ্জা
শতভাগ সহমত ভাইজান, দুঃখজনক ভাবে আওয়ামী সরকারের একনিষ্ঠ অনুরাগী হলেও এইসব অনাচার দেখে সহ্য করতে পারছিনা। 🙁
জিসান শা ইকরাম
এখানেই আওয়ামী লীগ আর বিএনপি সমর্থকদের পার্থক্য। বিএনপি সমর্থকরা কখনোই দলের সিদ্ধান্তের সমালোচনা করেননা।
ইঞ্জা
কথাটি সত্যি ভাইজান, আওয়ামীলীগই তো জনগণের।
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহা…হ্যান্ডপাম্প ভাইয়া আপনি পারেনও বটে! :D) :D)
ইঞ্জা
আপু, এইসব অনাচারের বিরদ্ধে আর কি বলা যায়, এই লেখাটি আমার প্রতিবাদ হয়েই থাকলো।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া এভাবে প্রতিবাদটুকুো তো আজকাল কেউ করেনা। আপনি করেছেন ভাইয়া।
ইঞ্জা
আপু, আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে ভালোবাসি কিন্তু উনাদের নাম ভাঙ্গিয়ে কেউ অন্যায় করলে সহ্য হয়না।
আগুন রঙের শিমুল
সরকারি খরচে আন্ডু দ্যাওনের কথা লেখেন্নাই তেব্র পতিবাদ সহ পুস্টে মাইনাচ :@
ইঞ্জা
ওক্কে ভাউ
খসড়া
ঈদে সময় কিছুই দিবে না তা হবে না তা হবে না।
ইঞ্জা
;( আমারো পঁচাত্তর হাজারের সেলফোন চাই। ;(