প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহরের মুখ
লাশের মিছিলে ভাসমান গাছ
সারি সারি গাছ ভুলে গেছে নাগরিক জীবন
মাল্টি শব্দের মোহনীয় মায়ায়।
আলোর নিচে অন্ধকারের হাতছানি
রাজপথে রিকেটের মারণ থাবা বা ক্ষয়রোগ
বুলেটে মিলেটে ধাঁরালো হায়েনার নখ
মুখ থুবরে পরে আছে সনাক্তের অভিলেখ।
সুইসাইড নোট লেখা হলো মৃত্যুকে পাশে রেখে
মর্গে এই অভিশপ্ত জীবন প্রেমহীন কঙ্কাল এক।
১১ জুলাই, ২০১৫
নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি
ঢাকা, বাংলাদেশ।
১৭টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
অসাধারণ। কিভাবে লিখেছেন, সেটাই ভাবছি।
মুগ্ধতা মুগ্ধতা এবং মুগ্ধতা……… (y) (y) (y) (y)
সাতকাহন
ধন্যবাদ নীলাঞ্জনা নীলা।
শুন্য শুন্যালয়
অভিলেখ শব্দটা নতুন আমার জন্যে। কল্পনা জটিল না হলে এমন লেখা সম্ভব নয় 🙂
বেশ ভালো লেগেছে।
সাতকাহন
ধন্যবাদ শুন্য।
রিমি রুম্মান
সুন্দর লেখা। শুভকামনা জানবেন। -{@
সাতকাহন
ধন্যবাদ আপা।
অনিকেত নন্দিনী
চমৎকার!
কবিতাজুড়ে ভাবনার গভীরতা এবং বোধের প্রকাশ ফুটে উঠেছে। (y) (y) (y)
সাতকাহন
ধন্যবাদ, আপু।
ইমন
বাহ! খুব সুন্দর -{@
সাতকাহন
ধন্যবাদ, ইমন।
লীলাবতী
কবিতাটি একটু বুঝান তো ভাইয়া।লাশের মিছিলে গাছ আসলো কিভাবে?গাছের লাশ?
সাতকাহন
বড় আফা, মানুষের লাশগুলো গাছ হয়ে গেছে অবহেলা অনাদরে পড়ে থাকে সে।
লীলাবতী
আমি কবিতাও বুঝতে পারিনা 🙁 কি যে হবে আমার!!
সাতকাহন
সব হবে, কবিতাও বুঝতে পারবেন।
জিসান শা ইকরাম
আমার গাছ হবার খুব ইচ্ছে,মাঝে মাঝে নিজকে গাছ ভাবি
কিন্তু লাশ নয় 🙂
কবিতা ভালো হৈসে।
সাতকাহন
ধন্যবাদ জিসান ভাই।
মিথুন
মৃত্যুর পর সব অর্থহীন। ভালো কবিতা…………