যে পোশাকে তোমায় দেখতে ভালো
যে সাজে তোমায় মানায় ভারী
কিংবা আমি বিমুগ্ধ হয়ে যাই
যে অলংকার পরালে তোমায়,
তোমাকে তেমনি সাজাবো আমি
একান্তই নিজের জন্য হে নারী
আর কারো জন্য নয়, মোটেও নয়।।
রাজী থাকো বা না-ই থাকো তুমিতো আমার
অন্য কারো নও অথবা নও কোনো পণ্য;
আমি চাইনে তুমি উদোম শরীরে,
ফিনফিনে পোশাকে কিংবা কারেন্ট জালে
আবদ্ধ হও, সাজো রাণীমৌমাছি
লাখো চোখে ধর্ষিত হও প্রিয়তমা
আমি তা চাইনা মোটেও না।
১৮টি মন্তব্য
মিথুন
না সাজলেই মেয়েরা সুন্দর, এমন শুনেছি.
শাহ আলম বাদশা
না এটা সত্য নয়—সাজালেই বা নিজে সাজলেই তাদের ভাললাগে–না সাজলেও যে ভাল্লাগেনা তা কিন্তু নয়; সাজলে খুব ভালোলাগে
মশাই
সুন্দর কবিতা লিখেছেন তবে আজকাল তেমন আর হয় না। কিছু বলতে গেলে ধমক খেতে হয়? আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলে, “এই দিজ ইজ আমার স্বাধীনতা”।
শাহ আলম বাদশা
সেটাতো আমরা করেছি ভাই—পরিচালক ভাল না হলে এবং উপযুক্ত না হলে যেমন সংসারে অশান্তি হয় তেমনই বংশগত ভালো নৈতিকতার নারী ভাগ্যে না জুটলেও ঝাড়ি খাওয়া বউ পাওয়া যায়–
মোঃ মজিবর রহমান
সুন্দর সবসময়ি সুন্দর, সে যেভাবেই থাকুক। তবে এই বিসয়ে কবিতাখানি খুব ভাল লেগেছে।
শাহ আলম বাদশা
সহমত ভাই–
লীলাবতী
আমাদের দেশের নারীরা শালীন ভাবেই চলাফেরা করেন । ব্যতিক্রম যদি থাকে তা খুবই সামান্য । আসলে যে চোখ দিয়ে নারীকে দেখা হয় , সে চোখকে হতে হবে শালীন ।
মোঃ মজিবর রহমান
সব কিছুই শালিন হতে হবে দিদি, চোখ, মুখ, চিহবা, পোশাক, চলাফেরা।
শুভেচ্ছা অবিরত।
ওয়ালিনা চৌধুরী অভি
লীলাবতীর সাথে সহমত । প্রথমে দুটো ফটো দেয়া আছে , লেখকের কাছে বিনীত প্রশ্ন , ছবি দুটো কি শালীন বা অশালীন ?
শাহ আলম বাদশা
আমি শালীনতা পছন্দ করি বলেই অশালীন ছবি দিইনি বোন যদিও হাজার হাজার আছে। আমি বাংলার প্রকৃত নারীরূপের ছবি দিয়েছি যদিও প্রতিবাদ করেছি অশালীনতার
ধন্যবাদ
শাহ আলম বাদশা
আমাদের নারীরা শালীন -একথার সাথে সহমত–তবে যেটুকু পশ্চিমের বেশ ধরেছে অনেকেই ওড়নাছাড়া জালিকামার্কা পোশাক ধরে-এতেই পুরুষের অবস্থা খারাপ। এজন্য পুরুষের দোষ দিয়ে লাভ নেই-এমন কামনা প্রকৃতি বলেন আর স্রষ্টা বলেন, তিনিই দিয়ে দিয়েছেন।
যারা বলে-উদোম নারী দেখে তাদের আকর্ষণ সৃষ্টি হয়না, তাড়া চরম মিথ্যুক না হয় নপুংসক।
যা সত্য তাই বললাম–শালীনতা ক্ষুণ্ণ হলে আমি দুঃখিত
শাহ আলম বাদশা
আমাদের নারীরা শালীন -একথার সাথে সহমত–তবে যেটুকু পশ্চিমের বেশ ধরেছে অনেকেই ওড়নাছাড়া জালিকামার্কা পোশাক ধরে-এতেই পুরুষের অবস্থা খারাপ। এজন্য পুরুষের দোষ দিয়ে লাভ নেই-এমন কামনা প্রকৃতি বলেন আর স্রষ্টা বলেন, তিনিই দিয়ে দিয়েছেন।
যারা বলে-উদোম নারী দেখে তাদের আকর্ষণ সৃষ্টি হয়না, তাড়া চরম মিথ্যুক না হয় নপুংসক।
যা সত্য তাই বললাম–শালীনতা ক্ষুণ্ণ হলে আমি দুঃখিত
শুন্য শুন্যালয়
শুধু নিজের জন্যই সাজাতে চাচ্ছেন? 🙂
শাহ আলম বাদশা
অবশ্যই আমার বউকে আমি গনমানুষের বউ বানাতে চাইনা ভাই
মিসু
আপনাদের চোখ খুব বেশী দেখে । আমি কিন্তু আজ পর্যন্ত উগ্র এবং উদোম সাজে কোন নারীকে বাইরে দেখিনি ।
শাহ আলম বাদশা
আপনার চোখ থাকলেই না দেখবেন? নিজের মা-বোনকে যে সাজে-পোশাকে দেখতে চান, অন্য নারীকেও সেই সাজে দেখতে চাইলেই বোঝা যায়–সে সৎ। কিন্তু নিজের মা-বোনকে যে পোশাকে দেখতে চাইবেন না, সেই পোশাকে অন্য মেয়েকে দেখতে চাওয়াই শয়তানী দৃষ্টিভঙ্গি
জিসান শা ইকরাম
আসলে গন্ডি বা সার্কেল হচ্ছে আসল বিষয় ।
আমাদের পরিবারের অনেকে বোরকা পরেন , অনেকে পরেন না ।
তবে তাদের ড্রেস শালীন । আমাদের চারপাশের মেয়েদের পোষাকই শালীন ।
এই শালীনতার মাপকাঠি ভিন্ন ভিন্ন হতে পারে ।
শাহ আলম বাদশা
সহমত; শুধু বস্তাপচা সিনেমা আর নাটকে হাফপ্যান্টপরা আর পেন্টি-ব্রাপরা মেয়েদের দেখে আমাদের সমাজকে মাপা যাবেনা। তবে এসব সিনেমার বদৌলতে আজকাল কিছু মেয়েও এমন উদোম শরীরে চলে-দেখা যায়