লাখো চোখে ধর্ষিত হও

শাহ আলম বাদশা ২১ জুন ২০১৪, শনিবার, ১২:২৩:৩৩পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

images (6)

images (5)

যে পোশাকে তোমায় দেখতে ভালো

যে সাজে তোমায় মানায় ভারী
কিংবা আমি বিমুগ্ধ হয়ে যাই
যে অলংকার পরালে তোমায়,
তোমাকে তেমনি সাজাবো আমি
একান্তই নিজের জন্য হে নারী
আর কারো জন্য নয়, মোটেও নয়।।
download (4)
রাজী থাকো বা না-ই থাকো তুমিতো আমার
অন্য কারো নও অথবা নও কোনো পণ্য;
আমি চাইনে তুমি উদোম শরীরে,
ফিনফিনে পোশাকে কিংবা কারেন্ট জালে
আবদ্ধ হও, সাজো রাণীমৌমাছি
লাখো চোখে ধর্ষিত হও প্রিয়তমা
আমি তা চাইনা মোটেও না।
images (4)

৫৫৭জন ৫৫৭জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ