“রিক্ত রক্তাভায়”

শান ১৪ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৯:৫৬:৫৬অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

অপসৃয়মান আলোয়,
তোমাকে নীল ওড়নাটা দুলিয়ে হেঁটে যেতে দেখেছিলাম।
সন্ধের আবছা আলো আঁধারিতে,
তোমার দোলানো ওড়নাটা ছিলো রক্তাভ!

সেই লালাভ সন্ধেবেলায়,
বেশ অনেকটা রক্ত তুমি ঝরিয়েছিলে আমার বুকটা চিড়ে – ফালাফালা করে।
স্বাপ্নিকভাবে ফিনকি দিয়ে বের হওয়া সেই রক্তে,
রঞ্জিত হয়েছিলো তোমার নীলচে ওড়নাটা।

তোমার রূঢ় অথচ মিষ্টি প্রত্যাখ্যানে,
আমি প্রত্যাখ্যাত হইনি – হয়েছি নিদারুনভাবে আহত।
তোমার প্রত্যাখ্যান ছিলো ধারালো খড়্গ,
আর আমার বুক হয়েছিলো রক্তাক্ত – বিদীর্ণ।

১জন ১জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ