রাজনীতির মঞ্চে দক্ষ এবং বিচক্ষণ প্রতিনিধির গুরুত্ব অপরিসীম। বর্তমান পরিস্থিতিতে, অনেক রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়া জনপ্রিয়তার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা প্রায়ই অযোগ্য এবং অদক্ষ নেতাদের নির্বাচিত করে। এরাই আমাদের পলিসি মেকার যারা পলিসি তৈরি সম্পর্কে সামান্য একটু অবগত নেই।এতে করে দল ও সমাজের প্রকৃত স্বার্থ রক্ষা হয় না। সময় এসেছে রাজনৈতিক দলের উচিত উন্নত নেতৃত্ব নির্বাচনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।যদি চাকরির পরীক্ষার মতো করে রাজনৈতিক নেতা নির্বাচন করা যেতো আমার মতে সেটা বেশিই গ্ৰহন যোগ্য হতো।যে হারে রাজনৈতিক নেতা বাড়ছে সে হারে রাজনীতি চর্চা হয় না। বর্তমান সময়ে রাজনীতি বলতে সেই সব অদক্ষ মানুষ যা বোঝে ক্ষমতার অপব্যবহার গম চুরি, চাল চুরি,ঘুষ‌, দূর্নীতি ইত্যাদি।যেনো মনে হয় এই গুলো রাজনীতির একটা স্বাভাবিক বিষয় এটা যেন দৈনন্দিন জীবনের একটা অংশ।আমি মনে করি রাজনীতিতে আসার আগে এইসব নেতাদের ভালো করে রাজনীতি নিয়ে গবেষণা করা উচিত রাজনীতি চর্চা করা উচিত কেবল স্বার্থ জড়িত কারনে রাজনীতি করলে তার একদিন পতন হবে এবং মানুষ সেটা স্বাভাবিক ভাবে গ্ৰহন করবে না। এদের উচিত বিভিন্ন দার্শনিক এবং দক্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে আগে রাজনীতি চর্চা করে তালিম দেওয়া এরপর রাজনীতিতে আসা।

উন্নয়নের কথা বলে মানুষকে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসার আগে এক একজন বিচেক্ষন রাজনৈতিক নেতা তৈরি করুন। যদিও এটা সম্ভব নয় তবুও বলছি বর্তমান পরিস্থিতে এখন গোন্ডামি করে রাজনীতি হয় যা খুবই দুঃখজনক।তাই আমাদের রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে স্বাধীন ভাবে রাজনীতি করা উচিত এবং যারা রাজনীতি করতে চাই তাদের আগে রাজনীতি চর্চা করা প্রয়োজনে  আমি মনে করি এদের জন্য প্রিলি রিটেন ও ভাইবার  মতো পরীক্ষার আয়োজন করা যার মাধ্যমে এক একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিনিধি নির্বাচন এবং সেই সব দলের হয়ে কাজ করতে হবে।এখন যেনো সবাই মানুষ রুপে হিংস্র প্রানী সবাই তার ক্ষমতা দেখাতে ব্যস্ত।

ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে,মিশেল ফুকোর ক্ষমতা তত্বের কথা মনে পড়ছে, মিশেল ফুকো ছিলেন একজন ফরাসি ইতিহাসবিদ ও দার্শনিক।ফরাসি চিন্তাবিদ মিশেল ফুকো ক্ষমতাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, ক্ষমতা জ্ঞানের মধ্যে লুকানো এবং এটি একটি গোপন এবং বিপজ্জনক প্রকৃতি ধারণ করে। ফুকো মার্ক্স এবং ওয়েবারের মতের থেকে এগিয়ে গিয়ে বলেন যে, ক্ষমতা শুধু রাষ্ট্র বা পুঁজিপতিরা প্রয়োগ করে না, বরং এটি সমাজের সর্বত্র বিদ্যমান। তার মতে, “সবকিছু থেকে ক্ষমতা আসে এবং সবকিছুর ওপর ক্ষমতা প্রয়োগ করা হয়।” তিনি ক্ষমতাকে অস্ত্র হিসেবে মনে করেন না, বরং এটি এমন কিছু যা কেবল ধারণ করা যায় না, বরং অন্যের কাজকে প্রভাবিত করতে ব্যবহৃত হয়। ক্ষমতা এমন একটি বিষয় যা কার্যকরীভাবে প্রয়োগ না করা পর্যন্ত সত্যিকার ক্ষমতা হিসেবে গণ্য হয় না। ফুকোর এই কথায় আমি প্রথম অংশ থেকে উদ্ধৃতি করতে চাই ক্ষমতা জ্ঞানের মধ্যে লুকানো এবং এটি একটি গোপন এবং বিপজ্জনক প্রকৃতি ধারণ করে।তাই জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের রাজনীতি কনসেপ্ট স্ট্রং করার মূল পন্থা,বল প্রয়োগের মাধ্যমে নয়।

রাজনৈতিক দলগুলোর উচিত এমন প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া যারা কেবল জনপ্রিয়তার কারণে নয়, বরং দক্ষতা, অভিজ্ঞতা এবং বিচক্ষণতার কারণে নির্বাচিত। একটি দক্ষ নেতা কেবল রাজনৈতিক অঙ্গনে সফল নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কাছে হবে একটি সুস্পষ্ট এবং কার্যকর নীতিমালা, যা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব।

বিগত নির্বাচনী প্রক্রিয়ায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে জনপ্রিয়তা ও জনমতকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা প্রতিস্থাপনযোগ্য নেতা নির্বাচনে ভূমিকা রেখেছে। কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য, রাজনৈতিক দলের উচিত এমন নেতাদের খুঁজে বের করা যারা স্বচ্ছতা, সৎনিষ্ঠা এবং নেতৃত্বের ক্ষেত্রে গুণাবলি প্রদর্শন করতে সক্ষম।

উন্নত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য দলগুলোর উচিত মনোনয়ন প্রক্রিয়ার পুনর্বিন্যাস‌ করার মাধ্যমে দক্ষতা, অভিজ্ঞতা এবং সততার ভিত্তিতে নেতাদের মূল্যায়ন করা উচিত।প্রার্থী নির্বাচনের জন্য শুদ্ধ মানদণ্ড নির্ধারণ‌‌ করা শুধুমাত্র জনপ্রিয়তা নয়, যোগ্যতার উপর গুরুত্ব দেওয়া।বৈচিত্র্যময় নেতৃত্বের খোঁজ বিভিন্ন স্তরের দক্ষ নেতাদের সম্মিলিত প্রয়াসে সমাজের উন্নয়ন নিশ্চিত করা।

রাজনৈতিক দলগুলোর এই ধরনের পদক্ষেপ সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরো সুশৃঙ্খল ও কার্যকরী করে তুলবে। সুতরাং, এখনই সময় উঠতে হবে এবং দায়িত্বশীল ও দক্ষ নেতাদের নির্বাচন করার জন্য প্রয়াস চালাতে হবে।

৯০জন ৮৫জন
0 Shares

একটি মন্তব্য

  • হালিমা আক্তার

    খুব সুন্দর তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণ মূলক লেখা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আগে যারা রাজনীতি করতেন। তাঁরা ছিলেন শিক্ষিত, ভদ্র এবং পারিবারিক মূল্যবোধ সম্পন্ন। তাঁরা রাজনীতি করতেন দেশ ও সমাজের মানুষের জন্য। এখন তো রাস্তার টোকাই ও রাজনীতি করে। না আছে শিক্ষা, না আছে মূল্যবোধ। এখন রাজনীতি ক্ষমতার জন্য। আপনার লেখা ভালো লাগলো। এরকম হলে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হতো। ধন্যবাদ।

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ