কেন বলিনি তোকে রাজকন্যা,
চোখে মহাসাগরের অতলতা,
সুধামাখা তোর হাসি, নধর ঐ অধর।
মেঘ কালো তোর চুল, দুধে আলতা গা;
তাই আমার নামের অভাগা তোর অচেনা!
ইতিহাসেও ছিলনা-এমনই তোর ভাবখানা!
নারী, বুঝতে চাসনি (নাকি তোরা বুঝিস-ই না?)
সাধারণ তোকেই ভালবেসেছিলাম আমি,
চেয়েছিলাম সুতীব্রভাবে, শেষ অবলম্বন ভেবে;
ডুবে মরতে বসা অভাগার ফুসফুস যেভাবে
কান্না করে ‘অক্সিজেন, অক্সিজেন’ বলে।
স্বর্গ রচতে চেয়েছিলাম আমার আমিত্বের দামে।
হয়নি কোনটা-ই, আমার ‘আমি’-টা হারানো ছাড়া,
আজ যত ব্যর্থ প্রেমিক আর দগ্ধ কবির দলে।
নিষ্ঠুর গরল গদ্য নয়; চেয়েছিলি তরল কাব্য,
দেখ আজ কলম ধরেছি; প্রেমের কবি হব বলে।
কিন্তু, কবিতায় কি মিথ্যা প্রলাপ জায়েজ?
না একগুচ্ছ শুনতে-মধু মিথ্যাকে কাব্য বলে?
১৯টি মন্তব্য
লীলাবতী
রাজকন্যার গুণের দেখি শেষ নেই। কবিতা পড়ে ১৯৪২ লাভস্টোরির একটা গানের কথা মনে পড়ে গেল। যে গানে নায়িকার ৪২টা গুণের বর্ণনা দেয়া হয়। ভাল লিখেছেন খুব।
লজিক্যাল সুমধু
@ লীলাবতী,
আমি আসলে ঐ মেয়ের মাঝে রাজকন্যা বলার মত কোন গুণ দেখিনি। আমি তৈল মর্দন পছন্দ করিনা বলে সেরকম কিছু বলা হয়নি তাকে। কিন্তু সে চেয়েছিল আমি তাকে নিয়ে ইনিয়ে বিনিয়ে কাব্য করি! কিন্ত মিথ্যা প্রলাপ কি কবিতায় পড়ে!
আপনাকে অনেক ধন্যবাদ। এটা ওকে নিয়ে লিখা আমার দ্বিতীয় কবিতা, এই ব্লগে প্রকাশিত প্রথম কবিতা। টাচে থাকবেন। সামনে মেয়েটাকে নিয়ে আরো কিছু কবিতা পাবেন। দেখবেন একটা অনুমিত কারনে আমার কাব্যের ভাষাও পাল্টে গেছে!
জিসান শা ইকরাম
সুন্দর কবিতা।
রাজকন্যা বুঝবে একদিন , ততদিন কবিতা চলুক ……
ব্লগে স্বাগতম , শুভকামনা ।
লজিক্যাল সুমধু
জিশান ভাই,
অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
কিন্তু দাদা, এখানে লাইন আর স্পেস এ ত্রুটি হয়েছে। আমার মূল কবিতায় এরকম টা ছিল না।আমি জানি না এমনটা কেন হল। তারপরও, সম্পাদনা কি সম্ভব দাদা?
জিসান শা ইকরাম
ধুর কৃতজ্ঞতার কিছু নাই ।
মোবাইল ভার্সনে কিছুটা সমস্যা হচ্ছে। ঠিক হয়ে যাবে আশাকরি।
হ্যা , সম্পাদনা সম্ভব ।
লজিক্যাল সুমধু
কৃতজ্ঞতার কিছু নেই- এটা আপনার বিনয় দাদা।
অনেক ধন্যবাদ সংশোধনের জন্য।
প্রজন্ম ৭১
কবিতায় ভালো লাগা ।
লজিক্যাল সুমধু
অনেক ধন্যবাদ আপনাকে।
জবরুল আলম সুমন
রাজকন্যার মন যদি পাথর দিয়েও গড়া হয়ে থাকে তারপরও এমন কবিতা পড়ে মন গলে যাবে ভাই… শুধু প্রেমের নয় প্রেমিক কবি হয়েও থাকুন। শুভ কামনা।
লজিক্যাল সুমধু
হা হা হা।
আপনাকে অনেক ধন্যবাদ। এটা ওকে নিয়ে লিখা আমার দ্বিতীয় কবিতা, এই ব্লগে প্রকাশিত প্রথম কবিতা। টাচে থাকবেন। সামনে মেয়েটাকে নিয়ে আরো কিছু কবিতা পাবেন। দেখবেন একটা অনুমিত কারনে আমার কাব্যের ভাষাও পাল্টে গেছে!
সত্যিই কিন্তু গলে গিয়েছিল ভাই, সে কত কথা! আসবে আসতে আসতে পোস্ট আকারে।
ছাইরাছ হেলাল
রাজকন্যাকে নিয়ে আপনার একান্ত আবেগময় অনুভূতি দেখলাম।
এখানে প্রথম লেখার জন্য ধন্যবাদ আপনাকে ।
লিখবেন নিয়মিত ।
লজিক্যাল সুমধু
একান্ত আবেগময় অনুভূতি দেখানো আমার উদ্দেশ্য নয় দাদা। কবিতায় রূপ দিতে চেয়েছি সেটাকে। কবিতা হিসেবে কেমন হল জানালেন কই? হা হা হা।
হেলাল ভাই, আমি আগেও বেশ কয়েকবার আপনাদের ব্লগে এসেছি। নিয়মিত হবার ইচ্ছা নিয়েই শুরু করেছি। আপনাদের ব্লগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
ছাইরাছ হেলাল
কবিতা হয়েছে কী হয়নি এটা বেশি না ভেবে আরও মনযোগী হয়ে লিখতে থাকুন ।
আমরা পড়ব আপনার লেখা , তাছাড়া আমি কিন্তু কবি না – সামান্য পাঠক মাত্র ,
তবে আমাদের এখানে ভাল লেখেন এবং কিছু জানেন এমন আছেন অনেকেই ।
আসলে এটি পুরোপুরি ব্লগ নয় । আমাদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশের জন্যই মুলত একটি প্রচেষ্টা ছিল ।
পরে আমাদের একান্ত আপন জনের জন্য অতিথি লেখকের অপশনটি আমরা যুক্ত করি । তাতে ভালই হয়েছে মনে হচ্ছে , আপনাদের লেখা পড়ার সুযোগ হচ্ছে ।
লিখুন নিয়মিত আবার ও বলছি ।
লজিক্যাল সুমধু
আচ্ছা। আমি বুঝতে পারছি হেলাল ভাই।
একার প্রচেষ্টাকে এতদূর টেনে এনেছেন বলে ধন্যবাদ আপনাদের প্রাপ্য।
আর হ্যাঁ, আমি লিখে যাব ভাই। আপনারা পাশে থাকবেন, পড়ে যাবেন।
আদিব আদ্নান
কবি কবিতা ও প্রেম , এক দড়িতে বেধে ফেলতে চান বুঝি ?
চলুক না , মন্দ কী ।
লজিক্যাল সুমধু
হা হা হা। সেটাই। চলুক।
অনেক ধন্যবাদ দাদা।
শিশির কনা
নিষ্ঠুর গরল গদ্য নয়; চেয়েছিলি তরল কাব্য,
দেখ আজ কলম ধরেছি; প্রেমের কবি হব বলে।………. হয়েছেন তাহলে , কবিতার সাথে প্রেম চলুক আপাতত।
লজিক্যাল সুমধু
কবিতা আর প্রেম সহগামী কখনো নয়। আমার বিশ্বাস।
কারণ তো আছেই।
অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
অশেষ ভালোলাগা রইলো