রাজকন্যা তুই ছিলিনা

সুমধু চক্রবর্তী ২৪ অক্টোবর ২০১২, বুধবার, ০৮:০৬:৩৭অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৯ মন্তব্য

কেন বলিনি তোকে রাজকন্যা,
চোখে মহাসাগরের অতলতা,
সুধামাখা তোর হাসি, নধর ঐ অধর।
মেঘ কালো তোর চুল, দুধে আলতা গা;

তাই আমার নামের অভাগা তোর অচেনা!
ইতিহাসেও ছিলনা-এমনই তোর ভাবখানা!

নারী, বুঝতে চাসনি (নাকি তোরা বুঝিস-ই না?)
সাধারণ তোকেই ভালবেসেছিলাম আমি,
চেয়েছিলাম সুতীব্রভাবে, শেষ অবলম্বন ভেবে;
ডুবে মরতে বসা অভাগার ফুসফুস যেভাবে
কান্না করে ‘অক্সিজেন, অক্সিজেন’ বলে।

স্বর্গ রচতে চেয়েছিলাম আমার আমিত্বের দামে।
হয়নি কোনটা-ই, আমার ‘আমি’-টা হারানো ছাড়া,
আজ যত ব্যর্থ প্রেমিক আর দগ্ধ কবির দলে।

নিষ্ঠুর গরল গদ্য নয়; চেয়েছিলি তরল কাব্য,
দেখ আজ কলম ধরেছি; প্রেমের কবি হব বলে।

কিন্তু, কবিতায় কি মিথ্যা প্রলাপ জায়েজ?
না একগুচ্ছ শুনতে-মধু মিথ্যাকে কাব্য বলে?

৭৬১জন ৭৬১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ