আজ আমার বুকে জমেছে আগুনময় জল –
মেঘ থেকে নেমে আসা মৃত্যুর ঘ্রাণ,
জলজ গন্ধমাখা পুরনো বাতাসে ভেসে ভেসে আসে
মৃত ফুলেদের অচিন সৌরভ।
বৃষ্টি তে অধিকার কেবলই মেঘের, তাই প্রবল বৃষ্টিদিনে অন্ধকারের বিষম সমর্পণ।
বৃষ্টি ব্যস্ত অন্য আকাশে ফুরসত নেই ভেজাবার
বৃষ্টি জেনেছে, যেহেতু শুন্যতা ভিজেছে উতল শ্রাবণে
দুঃখরঙা জারুলের সাথে তাই দেখা হবে অন্য কোন পথে, আরেক ফাল্গুনে।
অথচ,
এ পথ আমার অচেনা নয়, বহুজন্ম আগে আমি এই পথে কন্টকমুকুট পরে হেঁটেছি
সমূলে উৎপাটিত বৃক্ষের ক্রোধী জ্বালা বুকে, এই পথে আমি হেঁটেছি বহুবার, বহুদূর।
আজ আমার বুকে জমা যে আগুনময় জল –
এর নাম সহজেই অভিজ্ঞতা দেয়া যায়,
দিতে পারি নাম মহত্বম ভুল, কিংবা নাম দেই “কিছু নয়”।
দৈবের জিজ্ঞাস্য হতে পারে, জলের তৃষা মেটেনি এখনো, এতো কিছুতেও?
আমার অম্লান হাসি উত্তর দেবে তার সব, সকল উচ্চারিত এবং নিরুচ্চার প্রশ্নেরও,
দৈব জবাব আসে – তবে যাও যাবজ্জীবন অশান্তি ভোগ কর।
২৪টি মন্তব্য
বন্য
আরো একটি ভালো কবিতা পেলাম আপনার কাছ থেকে, কবিতার চরণে চরণে দারুন এক আবহ সৃষ্টি করেছেন, অভিনন্দন কবিকে এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।
সাইদ মিলটন
অসংখ্য ধন্যবাদ বন্য 🙂
জিসান শা ইকরাম
এতো শব্দ, বাক্য, আবেগ কোথায় লুকিয়ে রাখেন বুঝিনা
আবেগের খনি হতে কিছু কিছু বের হচ্ছে প্রতিনিয়ত
সব কিছু মিলিয়ে কবিতায় এক মোহাচ্ছন্ন মুগ্ধতা ।
দোলনা দেখে কিছুটা স্ম্রিতিক্রান্ত
তবে আপনাকে জলে পেয়েছে ভালোভাবেই
সেই কবে থেকেই জলে আছেন
দোলনাও জলের মাঝে 🙂
সাইদ মিলটন
আবেগ লুকাতে জানলে বেঁচে যেতাম দাদা 🙂
জল হয়ে ঘুরি, অস্থির জল
কুয়াশায় , মেঘেদের, শিশিরের জল
ছাইরাছ হেলাল
বিষণ্ণতা মার্কেট ভ্যালু হারিয়েছে।
চাঁপা (ফুল!) জয় লাভ করেছে।
দারুণ, এমন লেখাই চাই।
সাইদ মিলটন
কন্ঠ (চাপা ) ভোটের সিস্টেম সংবিধান অনুমোদিত :p
মেহেরী তাজ
যাবজ্জীবন অশান্তি কেনো ভাইয়া ? যাবজ্জীবন শান্তিতেই তো থাকে কাপলরা 🙂 আপনাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হলো :p
সাইদ মিলটন
🙂
মোঃ মজিবর রহমান
এই যাবজ্জীবন অশান্তি কি দূর হবে লিটন ভাই।
”জলজ গন্ধমাখা পুরনো বাতাসে ভেসে ভেসে আসে
মৃত ফুলেদের অচিন সৌরভ।”
দারুন
সাইদ মিলটন
সাইধা সাইধা বাইছা নেওয়া অশান্তি কি দূর হয় ভাই ?
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
একদিন হতেই হবে মিল্টন ভাই।
সব কিছুরই শেষ আছে।
বনলতা সেন
লেখা ও মন্তব্য পড়ে বাতাস আর বাউড়ি মনে হচ্ছে না।
যদিও সব বুঝেছি বলছি না।
সাইদ মিলটন
বাতাস বাউড়ি ছিলো কখনো , এখন বেসুরো
খেয়ালী মেয়ে
ছবি এবং কবিতা ২টাই ভাল লাগলো..
সাইদ মিলটন
ধন্যবাদ খেয়ালী মেয়ে
হৃদয়ের স্পন্দন
বাহ
সাইদ মিলটন
থ্যাংকস
ওয়ালিনা চৌধুরী অভি
দৈব জবাব যখন এসেই গিয়েছে ,তবে যান যাবজ্জীবন অশান্তি ভোগ করুন। দৈব বানী উপেক্ষা করা ঠিকনা। হে হে হে (y)
সাইদ মিলটন
হু তাই করছি
অলিভার
জলের তৃষা মেটেনি এখনো, এতো কিছুতেও?
দৈবের এই প্রশ্নের উত্তর আজীবনই অতৃপ্তি জানাবে, কিন্তু তাই বলে যাবজ্জীবন অশান্তি! এটা মেনে নেয়া সম্ভব না।
লাইনে লাইনে ভালোলাগা জানিয়ে গেলাম -{@
সাইদ মিলটন
মেনে নেওয়া ছাড়া উপায় বা কি , এ এক কিনারাহীন আগুনের নদী 🙂
ধন্যবাদ পড়ার জন্য
শুন্য শুন্যালয়
ভুল করে কেউ ভুলে, কেউ নেশায়। আপনাকে দিয়ে হবেনা আসলে। তবে যান, যাব্জজীবন অশান্তি ভোগ করুন। জারুল আপনার প্রিয় ফুল বোঝা যাচ্ছে।
সাইদ মিলটন
হ 😀 আমারে দিয়া আসলেই হইব না
লীলাবতী
ভালো লেগেছে ভাইয়া। যাবজ্জীবন শান্তির কারাদন্ড আপনার 🙂