কত সময় অপেক্ষা করে বসে থাকি
রাত হয় ভোর হয় তবুও অপেক্ষা,
তুমি যদি তা বুঝতে!
এক বিকেল পার করে সন্ধা নামাই
একরাত বৃষ্টির শব্দে চোখের জলে অশ্রু ভাসায় ,
তুমি যদি তা বুঝতে !
কত মেঘের শব্দে আমার চিৎকার গুলো
নীরবে স্তব্ধ রাখি ,
কত ঢেউয়ের শব্দে আমার স্বপ্নগুলো অজানা রাখি
তুমি যদি তা বুঝতে !
এই যে ক্ষণিকের জন্য চিঠি লিখে যাই
কত আনন্দ কত দুঃখ নিয়ে সকল বেদনা নির্বাসনে পাঠাই ,
তুমি যদি তা বুঝতে !
আমার সুখ গুলো অসীম আকাশে বন্দি রেখে
তোমার কাছে ছুটে আসি ,
তুমি যদি তা বুঝতে !
কেমন করে তোমার নয়নে এ মনটা বন্দি
তোমার হাসিতে আমার চোখে বারবার কথা বলি,
তুমি যদি তা বুঝতে !
এই যে, জগতের সব ভালোবাসা পেলে
তোমার কাছে আসি,
কত আশা নিয়ে ছুটে বেড়াই
এই অগণন পথ পাড়ি দেই ,
আমিও তো বুক ভরে অশ্রু ভাসায় ,
আমারও তো বিষাদ জমে,
তুমি যদি তা বুঝতে !
বৃষ্টির সেই রিমিঝিমি আওয়াজে তোমায় কবিতা শোনাতাম ,
পাখির সেই কলরব ডাকে তুমি আমি দু’জনই হারিয়ে যেতাম,
তোমার সেই মিষ্টি মধুর সুরে তুমি আমি দু’জনই গান গাইতাম,
তুমি যদি তা বুঝতে !
কত স্মৃতি জড়ানো কত স্বপ্নে ভালোবাসা বলা
একটি কলের জন্য বহু বছর অপেক্ষা করা,
তুমি যদি তা বুঝতে !
জানি আর বুঝতে পারো না,
তুমি আজ বহুদূরে তাই,
তবুও চিঠি লিখে যাই,
ক্ষণিকের জন্য না হয় তুমি বুঝতে ?
শুধু একদিনের জন্য বুঝেও না বোঝার ভান করতে?
আমি অসংখ্য মানুষের কাছে
ছড়িয়ে দিতাম তুমি আমায় ভালবাসতে।
৫টি মন্তব্য
সুরাইয়া পারভীন
হয়তো ওই মানুষটা বোঝে কিন্তু বোঝানোর কোনো উপায় নেই। কষ্ট হয়তো সেও পায় যেমনটা অন্য মানুষটা পায়। চমৎকার লিখেছেন
আরজু মুক্তা
শেয়ার করলেই বাড়ে ভালোবাসা।
ভালো লাগলো কবিতা।
মনির হোসেন মমি
অনুভুতির আরেক নাম ভালবাসা।সেয়ারে তা গভীরতায় ডুবে।সুন্দর।
রোকসানা খন্দকার রুকু
কখনো সখোনো বোঝে না। তবুও ভালোবাসা তো ভালোবাসাই!!!!
শুভ কামনা ভাই
হালিমা আক্তার
হয়তো সেও বসে আছে অপেক্ষার মালা হাতে। বুঝাতে পারে না নিজের মতো করে। সুন্দর কবিতা।