
গোধূলির সূর্যাস্তের সাথে
মিশে যেত দুঃখের বর্ণ
দিনের কষ্ট গুলি ডুবে যেত
সূর্য ডোবার সাথে,
বেদনার পাপড়ি গুলি ঝরে পড়তো
পাখিদের ঘরে ফেরার খুশিতে।
তাহলে হয়তো আর
রাতের আঁধারে ঝরে পড়তোনা
চাঁদের লুকানো কান্নার জ্যোৎস্না,
প্রেয়সীর অশ্রুতে নক্ষত্রের বুকে
বয়ে যেতোনা সরোবর।
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সূর্যাস্তের সাথে সাথে যদি দিনের সমস্ত কষ্ট-ক্লান্তি ডুবে যেত তাহলে জীবনে কোন হাহুতাশা থাকতো না। প্রতিটি দিনই দিনশেষে পরিচ্ছন্ন শুভ দিন হতো।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ এক ভাবনার প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আরজু মুক্তা
সুখ দুখ নিয়েই তো জীবন। প্রতিদিন নতুন করেই শুরু করা উচিত।
শুভ সকাল।
শুভ কামনা সবসময়
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। প্রতি ভোরে দিনটি নতুন করে শুরু হোক। শুভ কামনা অবিরাম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলেই যদি এমন হতো — গোধূলির সূর্যাস্তের সাথে
মিশে যেত দুঃখের বর্ণ
দিনের কষ্ট গুলি ডুবে যেত
সূর্য ডোবার সাথে,
বেদনার পাপড়ি গুলি ঝরে পড়তো
পাখিদের ঘরে ফেরার খুশিতে।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
সরোবর যদি কান্নার হয়!! মন্দ কী!!
সরোবর তো!!
হালিমা আক্তার
মন্দ নয়। চোখের নোনা জলে সাঁতার কাটতে হবে এই আর কি। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রিতু জাহান
রাত যদি আঁধারে ঢেকে ওপারে আলো না ছড়ায় তবে দিন নতুন দিনের নবারম্ব কেমন করে হবে!
গোধূলি আমার প্রিয় সময়।।
ভালো লাগলো।
হালিমা আক্তার
তাইতো। আঁধারে চাঁদ কথা বলে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তা কি আর হয়!
দিনের শেষে কষ্টগুলো আরো বেগমান হয়ে
বরং অস্ফুট সুরের বহ্নিধারা বইয়ে দেয়
নিভৃতে জাগা ক্ষরণতলে।
অশেষ মুগ্ধতা রাখলাম পাঠান্তে। আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
হালিমা আক্তার
সত্যি বলেছেন।দিনের শেষে কষ্ট গুলো আরো জড়িয়ে ধরে। শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
সত্যি বলেছেন। দিনের শেষে কষ্ট গুলো আরো জড়িয়ে ধরে। শুভ কামনা রইলো।