যদি অধিকার দাও
তবে এক টানে খুলে দেব খোঁপাটা
গন্ধ নিব চুলের।
যদি অধিকার দাও
তবে টেনে দেব নাকটা
বোঁচা নাক।
যদি অধিকার দাও
তবে প্রবলভাবে জড়িয়ে ধরবো বুকে
একলা কোন দুঃখের রাতে।
চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু
এক তুড়িতেই ভাসিয়ে দিব শুন্যে।
আঙুলের ফাঁকে আঙুল গুঁজে
আলতো চাপে বুঝিয়ে দিব
তোমার অন্ধকারের ভাগ আমিও নিলাম।
আর যদি ফিরিয়ে নাও অধিকার
তবে এসবই কেবল লাম্পট্য
অযাচিত অনাহুত আগন্তুকের বাড়াবাড়ি কেবল।
কিন্তু যদি অধিকার দাও
আমি আবারো গান শোনাবো
ভুল উচ্চারণে!
যদি অধিকার দাও…
ছবিঃ আমার আঁকা (আর্ট পেপারে পোস্টার কালার)
২০১৪ সাল
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অসাধারণ আবেগী লেখা শিপু ভাই। আর ছবি আরও অপুর্ব।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ আপনার তো অনেক গুণ। গুণগুলো এভাবেই প্রকাশ করতে হয়। কবি , লেখক, ব্লগার, চিত্রশিল্পী আরো কিছু বাকী থাকলে পরবর্তী পোস্টে শেয়ার করবেন। প্রেমের অধিকার এমন করেই আদায় হোক। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
এমন অধিকার পেলে প্রেম কিন্তু জমবেই। কথা হোক নীরবতায়… অস্থির মৌনতায়।
রোকসানা খন্দকার রুকু
কবিতা তো আছেই ছবি আঁকার হাত আপনার অসাধারণ।।।
অধিকার নিয়ে নিতে হয় কেউ কি আর এমনি এমনি দেয়।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা
হালিমা আক্তার
ছবি এবং কবিতা দুটো ই অসাধারণ। শুভ কামনা।