যদি অধিকার দাও

শিপু ভাই ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ০৫:৩৫:০৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

যদি অধিকার দাও

তবে এক টানে খুলে দেব খোঁপাটা

গন্ধ নিব চুলের।

যদি অধিকার দাও

তবে টেনে দেব নাকটা

বোঁচা নাক।

যদি অধিকার দাও

তবে প্রবলভাবে জড়িয়ে ধরবো বুকে

একলা কোন দুঃখের রাতে।

চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু

এক তুড়িতেই ভাসিয়ে দিব শুন্যে।

আঙুলের ফাঁকে আঙুল গুঁজে

আলতো চাপে বুঝিয়ে দিব

তোমার অন্ধকারের ভাগ আমিও নিলাম।

 

আর যদি ফিরিয়ে নাও অধিকার

তবে এসবই কেবল লাম্পট্য

অযাচিত অনাহুত আগন্তুকের বাড়াবাড়ি কেবল।

কিন্তু যদি অধিকার দাও

আমি আবারো গান শোনাবো

ভুল উচ্চারণে!

যদি অধিকার দাও…

 

 

ছবিঃ আমার আঁকা (আর্ট পেপারে পোস্টার কালার)

২০১৪ সাল

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ