
হায় রে ভাই- আজ কাল কথার
কোন রূপ খুঁজে পাওয়া যাচ্ছে না;
সত্য থেকে মিথ্যাই নাকি বেশী-
আতরের গন্ধকেও হার মানাচ্ছে-
ছিঃ ছিঃ- রাত দুপুর কিংবা ভোরের
গায়ে কি এমন ফাঁকির আওয়াজ?
কথায় বলে ‘‘চোরের মায়ের ডাঙ্গশ
কথা’’- সত্য তো শেওলা গায়ে পা
পিছলাইবে-জল কাদামাটির দষাবে
অথচ ভাবলোই না রূপলাবণ্যের কথা
আমার আমিত্ব শুধু ক্ষমতায় রূপবান-
হাজার রঙবিরল সত্য মিথ্যা যত কথা।
০৬ ভাদ্র ১৪২৯, ২১ আগস্ট ’২২
৫টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
’সত্য থেকে মিথ্যাই নাকি বেশী
আতরের গন্ধকেও হার মানাচ্ছে’
এই চরণটা লেখা উচিত হয়নি কবি দা!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
প্রিয় কবি লিটন দা
আপনার মন্তব্যে আমি ব্যথিত
কারণ আপনি যদি কষ্ট পেয়ে থাকেন
ভাল ও সুস্থ থাকবেন
হালিমা আক্তার
সত্য থেকে মিথ্যা বেশি কিনা জানিনা। সত্য এখনো বেঁচে আছে। এবং থাকবে। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু সঠিক বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন———
ফারজানা তৈয়ূব
অসাধারণ
আলমগীর সরকার লিটন
জি কবি ফারজানা আপু পাঠ করার জন্য
অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–