একে যাবো স্বপ্নের কথা
রেখে যাবো স্মৃতি,
তোমার দেয়ালজুড়ে থাকবে
আমার আকুতি।
চিন্হ রেখে যাবো বালুর সৈকতে
সমুদ্রের ঢেউ মুছতে পারবেনা,
রঙ্গের প্রলেপ দিয়ে দেয়াল হয়তো স্মৃতি হারাবে
তোমার মস্তিষ্কে গেথে রবে ভালোবাসার আকুতি।
পৃথিবীর সব থেকে সুন্দর সে হাতে
হয়তো নেই আজ মেহেদীর আল্পনা,
তবু তোমার শুন্য সে হৃদয়
করে আজো আমার কল্পনা।
ব্যাস্ত ঢাকার নির্জন পথে,
আজো রিক্সা হাওয়ায় উড়ে,
বসে থাকে মানব মানবী
ভালবাসায় স্থির,
তুমি ফিরে আসবে অপেক্ষা অধির।
তোমার জন্য রজনীগন্ধা এনেছি
সাথে আমার বাগানের গোলাপ,
ফিরে এসো দেখো প্রিয়া
নেই ভালোবাসার অভাব।
একাকী আমি আজো জাগি রাত
পুরোনো মুঠোবার্তা পড়ে
কাব্য চর্চায় করি দিনাতিপাত,
ফিরে এসে তুমি আবৃত্তি করবে বলে।
এখনো ভোর হয়
গায় পাখি গান,
অসহায় প্রকৃতি দেয়না শুধু ভালোবাসার প্রমাণ।
খেজুরের রসের শীতের পিঠা তোমার বানান হয়নি আর
পিঠা উত্সবের ফির্নি খেয়ে
করছো জীবন পার।
আগ্রহের অপেক্ষায় ক্লান্ত আশয়
প্রিয়া একবার পাঠ করো মনের বিষয়
দূর হয়ে যাবে মতিভ্রম তোমার
ফিরে এসো একবার।
১৮টি মন্তব্য
প্রহেলিকা
সরাসরিই বলি আপনাকে, কিছু মনে করবেন না, আমার শেষ পোষ্টে কিছুক্ষণ পূর্বে আপনার মন্তব্য দেখে রীতিমত অবাক হলাম, যিনি কি’না নিজের পোষ্টেই মন্তব্যের উত্তর দেন না তিনি অন্যের পোষ্টে মন্তব্য করেছেন! তাই কৃতজ্ঞতা আপনার পোষ্টেই জানাতে আসলাম দৌড়ে। তাহলে কি ধরে নিতে পারি ব্লগার মেহেদী পাতা আমাদের সহতে পারষ্পরিক এক মিথষ্ক্রিয়া তৈরী করবেন? লেখা নিয়ে মন্তব্য পরে হবে অবশ্যই।
মেহেদি পাতা
ভাইয়া এটাই আমার প্রথম পোষ্ট ছিলো, আপনার কোথ্ব ভুল হলো নাতো?
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
তুমি ময় আবেগী কবিতা ভালো লেগেছে।
লিখুন নিয়মিত।
মেহেদি পাতা
জেনেভালোলাগলো ধন্যবাদ আপনাকে
মেহেদি পাতা
জনাব প্রহেলিকা
যিনি নিজের লেখায় জবাব দেয়না ব্যাপার টা বুঝলাম না,আমাকে বললেন? আমি সোনেলায় আজই প্রথম
মেহেদি পাতা
ধন্যবাদ জনাব ইকরাম
মেহেরী তাজ
সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন। প্রথম লেখা ভালো হয়েছে।
মেহেদি পাতা
ইনশাল্লাহ দোয়া রাখবেন
লীলাবতী
ভালোই লিখেছেন। নাম মেহেদি শিরোনামে মেহেদী :p
মেহেদি পাতা
😛
হৃদয়ের স্পন্দন
লাইন গুলো কেমন. যেনো, তবে বুঝতে পারলাম মেহেদী সংক্রান্ত প্রেম ছিল আপনার
হৃদয়ের স্পন্দন
ও হ্যা সোনেলায় স্বাগতম
মেহেদি পাতা
ধন্যবাদ
ফাতেমা জোহরা
চমৎকার… (y)
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে কবিতা।আরো লিখুন।
বৃষ্টিহত ফাহিম
মেহেদি পাতার ছড়াছড়ি, ভালো লাগল। কোথাও কোথাও লাইনগুলো একটু একেবেঁকে গেছে মনে হয়।
অরণ্য
শুভ কামনা, হে কবি।
শুন্য শুন্যালয়
আপনাকে স্বাগতম জানাচ্ছি সোনেলায়। -{@
ভালো লেগেছে কবিতা। লিখুন নিজের মতো করে।