একদিন স্থবির হয়ে যাবে স্বপ্ন,
অকেজো হয়ে যাবে অনুভুতি,
রক্ত মাটির নরম কোমল হৃদয়
একটু একটু করে জ্বলে পুড়ে-
হয়ে যাবে কংক্রিটের মতো শক্ত।
সেদিন আর কোনো বিষাদ-
ছুঁতে পারবে না আমার কংক্রিট হৃদয়।
আর কোনো কষ্টানুভূতি-
ভিজাতে পারবে না আমার আঁঁখি পল্লব।
সমস্ত হতাশার ঊর্ব্ধে থাকবে আমার মন।
স্বপ্নহীন অনুভূতিহীন জীবন্ত চলমান-
এক মানবী মূর্তিতে পরিণত হবো আমি!
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর!
কবিতাটি অন্তরে গেথে গেলো ছোট আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আচ্ছা নির্বান লাভ করতে চান!
সব কিছুর ঊর্ধ্বে উঠে, সোনেলাকে ভুলে যেয়ে!
সুরাইয়া পারভীন
কিছু কিছু বন্ধন কখনোই ছিন্ন করে নির্বান লাভ করা যায় না। সোনেলাকে ভুলতে হলে তো আপনাদেরকেও ভুলতে হবে। আপনাদের ভুলে যাওয়া যায় নাকি!!
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
আপু চমৎকার লিখেছেন। একদিন সহ্য করতে করতে মনটা সত্যিই কংক্রিট হয়ে যায় তখন আর কোনো আবেগ কাজ করে না। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
চমৎকার লিখেছেন আপু।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়