এ পরিচালকের কোন ছবি এই প্রথম দেখলাম । দেখে ভালই লাগল । সহজ সাবলীল সুন্দর অভিনয়ের মাধ্যমে দুই তরুণ তরুণীর জীবন বোধ , পারস্পরিক ভালবাসা , তাদের পরিবার এবং ভবিষ্যৎ জীবনের কথা তুলে ধরেছেন ।
ছবির গল্পের ব্যাপ্তিকাল একদিন মাত্র । আমেরিকান টুরিস্ট Jesse এবং ফরাসি ছাত্রী Celine ট্রেনে Budapest থেকে Vienna যাওয়ার পথে পরিচয় এবং সখ্যতা । Jesse এর ফ্লাইট আগামীকাল । তাই সে Celine কে একদিন (চৌদ্দ ঘণ্টা) Viena থেকে যেতে অনুরোধ করে এবং Celine তাতে রাজী হয়ে ট্রেন থেকে নেমে যায় । যেহেতু Jesse এর কাছে অতিরিক্ত টাকা নেই তাই তারা সারাদিন ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেয় । সারাদিন তারা দুজনে বিভিন্ন দর্শনীয় জায়গায় হাসি আনন্দে ঘুরে বেড়ায় ও আলাপে আলাপে প্রকৃত আন্তরিকতা তৈরি হয়ে যায় এবং শেষে তা ভালবাসায় রূপ নেয় । তারা আরও কথা বলেছে সৃষ্টিকর্তা ,তাদের মৃত দাদি এবং জীবন ও ভালবাসা নিয়ে । তাদের সারাদিন -সারাক্ষণের কথোপকথন এতটাই সাবলীল ও আন্তরিক ভাবে পরিচালক তুলে ধরেছেন তা কখনও সামান্য সময়ের জন্যও ঝুলে গিয়ে বিরক্তি উৎপাদন করেনি । এখানেই পরিচালক যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন । অত্যন্ত নান্দনিক কিছু এরিয়াল শট নিয়েছেন যা বিমোহিত হওয়ার মত । পথে যেতে যেতে একজন কবি ওদের একটি কবিতা লিখে দেয় । কবিতাটি ঐ কবি পড়েও শোনায় । কবিতাটি শুনে আমার যা মনে হল ……………ঐ কবি যেন অনেকটা ওদের মনের কথাই কবিতাটিতে বলেছেন । (যদিও আমি কবি বা কবিতা প্রেমি নই কোন ভাবেই ) ।
বর্ণনার আতিশয্য ছাড়াই জীবন সৌন্দর্যের উপস্থাপন চাট্টিখানি কথা নয় যা পরিচালক উৎরিয়েছেন অসম্ভব মেধায়। এখানে প্রেম এসেছে ভিন্ন পথে – খুলেছে নূতন দিগন্ত । মনে হয় এটি কোন মুভি নয় এ যেন একটি documentary ।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
মুভিটা দেখিনি । রিভিউ পড়ে আগ্রহ জন্মালো দেখার।
মিস্টি প্রেমের মুভি- দেখতে ভালোই লাগবে মনে হয়।
স্বাগতম ব্লগে।
শুভকামনা ।
শাদমান সাকিব
আমার মতে এটা ‘মাষ্ট সি’ মুভি হওয়া উচিৎ ।
মুভি নিয়ে এটা আমার প্রথম লেখার চেষ্টা ।
যেহেতু এটা ড্রামা সেহেতু সংলাপে একটু বেশি মনসংযোগ প্রয়োজন ।
ভাল থাকুন , মন দিয়ে মুভি দেখুন ।
জবরুল আলম সুমন
একটা সময় আমার কাছের বন্ধুরা আমাকে মুভিখোর আখ্যা দিয়েছিলো। গোগ্রাসে গিলতাম ৭০,৮০,৯০ এর দশকের বা পুরোনো বাংলা/হিন্দী মুভি ছাড়াও হলিউড, ইরানী, মেক্সিকান, ফরাসী, স্পেনিশসহ ভিনদেশী ছবিগুলো। ভিনদেশী ছবির ভাষা বুঝতাম না তবে ইংরেজী সাব টাইটেলের সাথে ভিজ্যুয়াল আন্ডার্স্টেডিং এর মাধ্যমে মুভির বিষয়বস্তুগুলো বুঝার চেষ্টা করতাম, সে এক অন্যরকম ভালো লাগা। তবে এখন আর মোটেও মুভি দেখা হয়না বিবিধ কারণে। তবে আপনার রিভিউ পড়ে মুভিটা দেখার ইচ্ছে জাগলো, সময় সুযোগে দেখে নেবার চেষ্টা থাকবে। পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে।
শাদমান সাকিব
ভাল লাগল একজন মুভিখোরকে পেয়ে । আমারা অনেক শিখব ।
সময় করে দেখ নিলে মন্দ হবে না ।
অনেক শক্তিশালী একটি মুভি এটি ।
দেখবেন অবশ্যই ।
ছাইরাছ হেলাল
যাক – অবশেষে একজন মুভিখোর পাওয়া গেল ।
লেখা পড়ে ডাউনলোড দিলাম , অবশ্যই দেখব । নাহ্ আমি ও এই পরিচালকের কোন মুভি দেখিনি ।
সোনেলায় স্বাগতম । লিখবেন নিয়ম করে ।
শাদমান সাকিব
মুভির বিষয়ে আপনার আগ্রহ দেখে অনেক ভাল লাগল ।
আমাদের ভালই জমবে মনে হচ্ছে ।
দেখে কিন্তু মতামত চাই ই ।
বনলতা সেন
কিভাবে দেখবো এই মুভি ?
শাদমান সাকিব
এটি কোন অন্তরায় হতেই পারে না ।
টরেন্ট থেকে নামিয়ে নিন ।
অনেক সুন্দর ছবি ।
দেখুন এবং দেখুন ।
প্রজন্ম ৭১
মিস্টি প্রেমের মুভি। অল্প কথায় সুন্দর রিভিউ লিখেছেন । দেখবো এটি।
শাদমান সাকিব
অবশ্যই দেখবেন ।