
হে মুজিব
জন্ম যদি না হতো তোমার বঙ্গে
বাঙালির সব সোনার স্বপ্ন যেতে ভেঙ্গে
পেত না বাংলার মানুষ স্বাধীনতা
আজীবন বাঙালিকে থাকতে হতো পরাধীনতার জালে বদ্ধ।
হে মুজিব
তুমি মেঘের আড়ালে লুকিয়ে থাকা উজ্জ্বল সূর্য
তোমার কাছে কামার কুমার জেলে চাষা ছিল সম মর্যাদা
তোমার থেকে কেউই হয়নি নির্যাতিত নিপীড়িত আর লাঞ্চিত
পেয়েছে বাংলার মানুষ আজীবন মায়া মমতা আর স্নেহ।
হে মুজিব
তুমি বাঙালির আদর্শ আর পথ প্রদর্শক
বাংলার মানুষ তোমার ভক্ত আর সমর্থক।
হে মুজিব
তোমার জন্য বাংলার মানুষ নতুন করে বাঁচত চাই।
শত কষ্টের পরে-ও মুখে আছে মলিন হাসি।
হে মুজিব
তোমার বলিষ্ঠ কন্ঠস্বর আর সাহসী নেতৃত্ব
বাঙালিকে করেছে প্রাণের সঞ্চার।
হে মুজিব
তোমাকে দেখে মরা আধ-মরারা নতুন করে বাঁচত চাই।
হে মুজিব
তুমি আছ বলে বাংলার মানুষ তার অধিকারের কথা বলে নির্দিধায়
সন্তান সন্তাদি নিয়ে কেউ নিরাপদে নেই
তবুও তোমার আশায় নতুন নতুন স্বপ্ন দেখে।
হে মুজিব
তুমি ক্ষণজন্মা সিংহ পুরুষ
অনেকের মধ্যে অন্যতম।
হে মুজিব
যে যেন তোমারে মানে না বাংলা নামক ভূখণ্ডে স্থপতি
তাদের প্রতি শত ধিক্কার বাংলা নামক দেশে তাদের বসবাসের নেই কোন অধিকার।
হে মুজিব
পরিশেষে বলি তোমায়
তুমি কবি, তুমি রাজনীতির কবি
তুমি বাংলাদেশ নামক মহাকাব্যের মহাকবি।
হে মুজিব
তুমি আছ বাঙালির শিরায় উপশিরায়
হৃৎস্পন্দনে আর অন্তরে
তোমার জন্ম বাংলায় হয়ে বাঙালি হয়েছে সন্তরে।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের দেশটির জন্ম হতো না।
তবে তিনি একটি অনিচ্ছুক অকৃতজ্ঞ জাতিকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন।
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অতুলনীয় মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
সদা সুস্থ থাকুন
জাহাঙ্গীর আলম অপূর্ব
আমার পরাজয় কবিতা খানি কোথায়
বলবেন খুজে পাচ্ছি না
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হৃদয় হার্দিক মন্তব্য করেছেন প্রিয় পাঠক
তার জন্য অশেষ সাধুবাদ জানাই
শুভকামনা রইল সদা
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
জাহাঙ্গীর আলম অপূর্ব
সতত শুভ কামনা রইল প্রিয় পাঠক
মন্তব্য গুলো লেখা র অনুপ্রেরণা দেয়
এভাবে মন্তব্য করে পাশে থাকে বেন
এটা আমার অনুরোধ।
শুভকামনা রইল
আরজু মুক্তা
অবশ্যই। আপনি ও অন্যদের লেখা পড়ে মন্তব্য করবেন।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অবশ্য আমি অন্যর লেখা পড়ি
মন্তব্য করি।
সাবিনা ইয়াসমিন
বিনম্র শ্রদ্ধা জানাই বাংলার জনক বঙ্গবন্ধুর প্রতি।
সুন্দর কবিতা লিখেছেন। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় পাঠক
সদা শুভকামনা রইল
সুস্থ থাকুন
হালিম নজরুল
অপার শ্রদ্ধা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল সতত
সুপর্ণা ফাল্গুনী
লেখাটি আরেকটু যত্ন করে লিখলে আরো ভালো লাগতো। কিছু কিছু ক্ষেত্রে অর্থ টা ঠিক ধরতে পারিনি বানানের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
জাহাঙ্গীর আলম অপূর্ব
লিখতে মিছ হয়েছে
বলার জন্য অশেষ ধন্যবাদ
শুভকামনা রইল প্রিয় পাঠক
সদা সুস্থ থাকুন