
আকাশ শূন্য- বাতাস ধন্য তারাগুলো
তারার কাছে ছুটে যেতে চায় মন পূর্ণ!
সীমারেখাহীন- ঠিকানাবিহীন নীল নীলিমায়ায়-
যে নীল একচোখে দেখে- অন্যচোখে নিভাই;
তবুও সোনালি কথার ভিরে, সমুদ্রের ঢেউ
তুলে মনের কিনারায়- এভাবেই অজানা
ব্যথাগুলো সবুজ ঘাসে হারায়- রঙবিরল
প্রজাপতি রঙে থাকুক ঘিরে- ধুলি বালি- মন
মেঠোপথ মাখানো এক ধূসর মুখচোর ছবি-
যে ছবি কথা কয় রোজ রোজ জল্পনায় কল্পনায়।
২৫ পৌষ ১৪২৬, ০৯ জানুয়ারি ২১
————————————-
১০টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর লিখেছেন, মুগ্ধ হলাম,
শুভ কামনা রইলো আপনার জন্য I
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
সুপর্ণা ফাল্গুনী
অজানা ব্যথাগুলো সবুজ ঘাসে হারায় এটাই বাস্তবতা। সুন্দর কবিতা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
সাখাওয়াত হোসেন
যে ছবি কয় কথা জল্পনা- কল্পনায়
সে ছবি ধরা দিক
প্রজাপতির রঙ্গিন ডানায়!
দারুণ মনোমুগ্ধকর লেখনি হে প্রিয় কবি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সাখাওয়াত দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
তৌহিদ
অজানা ব্যথাগুলো বিশ্বস্ত প্রকৃতির মাঝে বিলীন হওয়াতেও আনন্দ আছে কিন্তু।
ভালো থাকুন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
আরজু মুক্তা
দারুণ হইছে কবিতাটা।
শুভকামনা ভাই
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————