আজ তোমাকে উঠতে হবে খুব সকালে
যেতে হবে সেই মুক্তির মিছিলে
যে মিছিল চলে আসছে যুগ যুগ ধরে……….
মানুষের অধিকার আদায়ের লক্ষে।
তুমিও সামিল হও সেই মিছিলে।
আজ নামবো মোরা রাজপথে
ভাঙবো মুক্তির সমস্ত তালা।
ছিনিয়ে আনবো শত বছরের সেই কাঙ্খিত বিজয়!
বিলিয়ে দেব সকল মানবতার মাঝে।

৮৬৩জন ৮৬৩জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ