
কাল রাত থেকেই এক আকাশ মেঘ অপেক্ষায় আছে কখন সকাল হবে !
ঝরঝর করে বৃষ্টি নামবে বলে চোখের কোনে জমানো অভিমানের ভীর বসেছে।
কার্নিশ বেয়ে পরিচিত প্রজাপতিদের বৃষ্টির উচ্ছ্বাসে ডানা ঝাপটানোর মেলাও বসেছে।
আঙ্গিনায় সবুজ দূর্বা ঘাসগুলো ও ধীরে ধীরে গাঢ় হলুদ হয়ে উঠেছে।
প্রতিনিয়তই প্রকৃতি তার নিজস্ব খেলায় মত্ত।
মেঘেরা ও রোদের সাথে সন্ধি করার প্রত্যাশায় রং ছটা খেলায় মগ্ন।
আর আমি,,,,,,,অলস দুপুরে বিছানায় গা এলিয়ে, অবসরে তোমার স্মৃতিতে হাত বুলিয়ে,
কোলাহলে তোমাকেই খুঁজে ফিরছি।
ভীষণ একাকীত্বেও তোমাতেই নিজেকে উল্টেপাল্টে নতুনভাবে আবিস্কারের চেষ্টায় প্রতিনিয়ত ছুটছি।
তুমি নিশ্চয়ই নাইস লুকিং, সো কিউট, ন্যাচারাল বিউটি সহ কত আবেগী কমেন্টে মুখোরিত করছো অন্য কারো প্রফাইলে?
এখানেই তোমার আমার বড্ড অমিল।
বিচ্ছেদ হলো, এক নিমিষেই তুমি ভুলে গেলে,
কী যেন দোষ দিয়েছিলে??
ভালোলাগার মত কোন ব্যাপারই নাকি আমার মাঝে নাই !
এরকম শত শত অজুহাতে একেবারে একা করে চলে গেলে তুমি।
আর আমি,,,,,,,
কই আমিতো একটুও বদলাইনি???
সময়ের দাবির কাছে আমিতো এখনো তোমার অপেক্ষার প্রহর গুনছি!
মেঘের আঁড়ালে মিষ্টি রোদের ভাজে তুমি আজও জীবনের প্রতিটি অংশে অবিচ্ছেদ্যভাবে লেগে আছো!
অথচ তোমার কাছে ভালোবাসা যতটুকু পেয়েছি,
তা ছিল আমার কাছে ভ্রান্তি বিলাস, অলীক কল্পনা।
অনেকটা নাট্যমঞ্চে অভিনয় করার মত !
বলা চলে আর যাইহোক তুমি পাক্কা অভিনেতা বটে!!
যার ছলে ভুলিয়েছিলে আমায়,,,,
আমিও ভিষনভাবে তোমার ছলে ভুলেছিলাম।
হঠাৎ তুমিই দুরত্ব এঁকে দিয়ে মাঝখানে বিচ্ছেদের দেয়াল টেনে দিলে আমাদের মাঝে।
অপারগ আমি তখনও বোকার মত তোমায়, কবিতায়, ভাবনায়,আমার গানের কথায়,তোমার চোখের তাঁরায় এমনকি তোমার মনের আয়নায়ও খুঁজলাম!
অবশেষে পেলাম না কোথাও তোমায়।
তুমি সেদিন শেষপর্যন্ত এড়িয়েই গেলে,
বুঝিয়ে দিলে আমি কোনদিন ছিলামই না তোমার কোথাও।।।
আমিতো কখনোই বিচ্ছেদ চাইনি!!!!
উফফ!!!আর না!!! বড্ড ক্লান্ত আমি,,,,
এখন আমি খুব করে চাই তোমার সাথে তোমার মিথ্যেরা বেঁচে থাক।
একদিন হয়ত মিথ্যে খেলায় ক্লান্ত তুমি আবার নতুন করে খুঁজবে তোমাকে অন্য কারো চোখে,
তখন দেখবে তুমি নিজেও নেই কোথাও কারো চোখে বা বুকে।
এই দুনিয়ার দেনাপাওনার হিসেব খুবই কড়া!
মনে রেখো, প্রকৃতি তার ঋণ কখনোই নিজের কাছে রাখে না।
তবুও বেলাশেষে যদি কোন একদিন ভুল করে আমায় মনে পড়ে??
জেনে রেখো,আমি এখনো নিজেকে হারাই তোমার সেই মিথ্যে মায়ায়।।।
ছবিঃ নেট থেকে।
১১টি মন্তব্য
বন্যা লিপি
আহা…ভালাবাসা!!
সখি যাতনা কাহারে বলে
সখি ভালবাসা কারে কয়….সেকি কেবলই যাতনাময়!!
রেজওয়ানা কবির
হুম আপু, ভালোবাসা মোরে ভিখারি করেছে🥰।।।
ধন্যবাদ আর শুভকামনা।।।।
রোকসানা খন্দকার রুকু
” তুমি নিশ্চয়ই নাইস লুকিং, সো কিউট, ন্যাচারাল বিউটি সহ কত আবেগী কমেন্টে মুখোরিত করছো অন্য কারো প্রফাইলে?” – বিশ্বাস করেন, আমার প্রফাইলে এরকম কোন কমেন্ট আসেনি 🤪🤪
কার যে প্রেমে পড়লো তাই ভাবছি! খুঁজতে হবে।
কবিতায় উপমা চমৎকার! ” তুমি আমাকে একটা ব্যর্থ প্রেম দাও, আমি তোমাকে হাজার কবিতা দেব’!
শুভ কামনা অশেষ 🥰🥰
রেজওয়ানা কবির
😃😃😃ম্যাডাম আপনার প্রফাইলে এরকম কমেন্ট না যাওয়াই ভালো,, এই ফাঁদে যে পড়ে সে কুপোকাত😭😭😭আর খোঁজারও দরকার নাই ভাই অযাথা সময় নষ্ট।।।
যান দিয়ে দিলাম ব্যর্থ প্রেম এখন তাড়াতাড়ী হাজার কবিতা লিখে ফেলুন♥️।
ধন্যবাদ আর কৃতজ্ঞতা অশেষ।
মোঃ মজিবর রহমান
মায়া মিথ্যে নয়, আমরা ফিকে। মায়াময়ব্জিবন হোক।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আর শুভকামনা ভাইয়া।ঠিকই বলেছেন ভাইয়া মায়া মিথ্যে নয় মানুষটাই মিথ্যে দিয়ে ঘেরা।
হালিমা আক্তার
যে প্রেম যাচে বহুজনে, সে নহে প্রেম। মিথ্যা মায়ায় ভুলিয়ে রাখে কিছু ক্ষণ। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
আপু বহুজনে জন্যইতো একটা সময় গিয়ে পুরনো অনেক মানুষকে ঠকানোর জন্য প্রকৃতি ও তাকে দিয়ে দেয় উপহার😭।
অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা আপু।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির এক ছোঁয়া পেলাম কবি আপু
ভাল থাকবেন—-
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
হালিম নজরুল
আবেগী অনুভূতি।