টানা ৯দিন পর চার দেয়ালের বাইরে সবুজ ঘাসের স্পর্শ পেলো পা’জোড়া—খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিলো—অদূরে এক ছাগল’ছানার প্রতি চোখ পড়লো—ছোট্ট এই ছাগল’ছানা অনেক মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছিল—আমিও ধীর পায়ে তার কাছাকাছি চলে গেলাম—না ছানা’বাবুর সে দিকে খবরই নেই—অনুমতি ছাড়াই তার একটা ছবি তুলে নিলাম…………

কী অদ্ভূত! একটা ছাগল’ছানা জন্ম নিয়েই নিজ পায়ে দাঁড়াতে পারে—নিজের খাবারের সন্ধান নিজেই করতে পারে-আবার তা নিজেই নিজ দায়িত্বে খেতে পারে কারো সাহায্যে ছাড়াই—কিন্তু আমরা তা পারি না—জীবনের অর্ধেকটা সময়ই আমরা অন্যের উপর র্নিভর হয়ে থাকি—অথচ নিজেদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে দাবী করে আমাদের মাঝে সেকি অহংকার—আমরা কারো কাছ থেকে শিখতে চাই না—আমরা শিক্ষা দিতে চাই—হারাতে চাই নিজেকে উর্দ্ধ্বে রেখে অন্য সবকিছুকে……………

দেশব্যপী রাজনৈতিক অস্থিরতা—ক্ষমতার মিথ্যে গর্ব—মোড়ে মোড়ে পুলিশের নজরদারি-এ সব কিছুর মাঝে ছোট্ট এই ছানাকে দেখে আজ মনে হলো এর মতো আমরা মানুষরাও শুধুমাত্র জন্ম আর মৃত্যুতেই অসহায়—আর বাকী মাঝের সময়টা আমরা কি করি?—হিংসা-হানাহানি-ক্ষমতার দ্বন্ধ-দখল-অহংকার-মোহ-হত্যা-নির্যাতন-নিপীড়ন-ঘৃনা-অভিনয়-অপমান-অবহেলা—এ সবইতো করি-আমরা মানুষেরা—আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেমন জন্ম-মৃত্যুর মাঝের সময়টাতে আমাদের জন্য সুন্দর সুশৃঙ্খল সুনিশ্চিত সুনিশ্চয়তা সুনিরাপত্তা কোন কিছুই করে যেতে পারেনি—ঠিক তেমনি আমরাও পারবো না আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর কিছু রেখে যেতে………..

অথচ আমরা মানুষ—সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরই উচিত সুন্দরের জন্ম দেওয়া—নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে দেশ ও দশের জন্য কিছু করা—সার্কাসের মঞ্চে অনেক পশুর দেখানো কলা-কৌশল আর ছল-চাতুরী দেখে আমরা বিস্মিত হই—কিন্তু দুর্ভাগ্যের বিষয়-আমরা একবারও ভেবে দেখি না একজন মানুষ কি করে মাথা/বুদ্ধি খাটিয়ে বাঘ-সিংহ-হায়েনা-হাতীর মতো বড়ো বড়ো হিংস্র ও ভয়ঙ্কর জানোয়ারদের কাবু করে ফেলছে…………….

অথচ ক্ষমতালোভী মানুষের হিংস্র নোংরা কর্মকান্ডকে আমরা নিয়ন্ত্রন করতে পারছি না—আমরা আমাদের মনুষ্যত্বের পরিচয় দিতে পারছি না—আমরা মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে পারছি না—উজাড় করে আমরা ভালবাসতে পারছি না—কারো ভালবাসাকেও আমরা সম্মান করতে পারছি না—তাহলে আমরা কিভাবে সৃষ্টির সেরা জীব হই?……………….

(খেয়ালী মেয়ের যত বকবক)

৭৯৮জন ৭৯৭জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ