আমার মা ।ছোট্ট এ একটি শব্দ
মনে করিয়ে দেয়, পৃথিবীতে আমার
অনেক কিছুই আছে ।মাথার ওপর
বটবৃক্ষের মতো ছায়া আছে ।পায়ের
নিচে শক্ত মাটি আছে ।বেঁচে থাকার
অনেক মানে আছে ।জীবনে অনেক সুখ
আনন্দ আছে ।সে আমার মা ।শুধুই
আমার মা । মা তো মা-ই ।মায়ের
কথা প্রশান্তি এনে দেয় চোখে মুখে ।
মনের ভেতর দোল খায়
বাসন্তী হাওয়া । সব দুঃখ
ভুলে মুহূর্তে একটা সুখ
ছড়িয়ে পড়ে মনের ভেতর । মায়ের
সাথে বিশ্ব জগতের কিছুরই
তুলনা চলে না ।তুলনা হয় ও না ।
ধর্মে সমাজে পরিবারের সব খানেই
মা অনন্য । অসাধারন ।
মাকে ঘিরেই সন্তানের বেড়ে ওঠা ।
ভ্রনে থেকে শরীর বয়ে বেড়ান মা ।
পেটে ধরেন ,পিঠে চড়ান ,আজীবন
ধরেন বুকে ।মায়ায় মমতায় ধরেন ।
ধরে রাখেন দুঃখ সুখের প্রতিক্ষনে ।
দিনক্ষন ঠিক করে মায়ের জন্য
ভালোবাসা নয় । মায়ের জন্য প্রেম
ভালোবাসা প্রতিটি মুহূর্তের ।মাথায়
আঁচল ঢাকা সাদাসিধে মুখটা মায়ের ।
পৃথিবীর কোনো কষ্টই তাকে ছোঁয়
না ।সন্তান কে বুকে টেনে পৃথিবীর
সব কষ্ট ভুলিয়ে দেয়ার এক অদ্ভুদ
ক্ষমতা তার আঁচলের ছায়ায় ।
অনেক সাহিত্যিক বলেছেন – মধুর
আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে ,
মাকে মনে পড়ে ।
সন্তানকে আগলে রাখেন সব কিছু
থেকে ।দুটো বাহু তার সব সময়
অক্লান্ত ।মায়েরা সন্তানদের
আগলে রাখেন মমতায় ।শীতের
রাতে নিজে কষ্ট করেন ।সন্তানের
জন্য তবু ও ওম চাই তার ।বর্ষার
বৃষ্টিতে নিজে ভিজেন ।
সন্তানকে রাখেন সুরক্ষিত ।শুধু
সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ
করেন না মায়েরা ।তাকে লালন পালন
করার কঠিন দায়িত্বটাও পালন
করেন ।আজ
মা দিবসে আমরা মাকে ভালোবাসা জানাই
।মায়ের জন্য নিয়ে আসি বিশেষ
কোনো গিফট । চকলেট , কার্ড ,
মগ , কিংবা শাড়ি -গয়না । মায়ের
কোমল স্নেহময়ী হাতটা তার
অজান্তেই সন্তানের মাথায়
উঠে আসবে ,প্রতিদিনের মতো ।এ
এক অন্যরকমের মমতা ও
অপ্রত্যাশিত ভালোবাসা ।
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
মা এর গুনের শেষ নেই।
ভালো লিখেছেন।
লীলাবতী
মাকে নিয়ে আপনার ভাবনাগুলো ভালো লাগলো ।
খসড়া
মা মানুষ। মনুষত্বে পরিপূর্ন একজন। যা সমাজের ২য় অংশে কদাচিৎ দেখা যায়।
শুন্য শুন্যালয়
মা কে যদি আমার সব আনন্দ টুকু দিতে পারতাম !!!
নিশিথের নিশাচর
মা ডাকতে পারিনি কোনদিন কিন্তুু আপনার মাকে নিয়ে লিখাটা ভালো লাগলো …..