মা আমার মা

সঞ্জয় মালাকার ২১ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৫:২৩:৫১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

মা তুমি ছাড়া আমার এ জগতে আসা বৃথা।

মা,আমার,মা।

মা তোমার ঐ মুখের হাসি
দেখিনি মা তোর মায়া ভরা মুখ ক্ষানি,
অনেক দিন হল মা তকে ছেড়ে আমি দূর প্রবাসী!

মা যখন আমি কষ্টে থাকি শুধু তকেই মনে করপ,
ভুলে য়াই মা মনের কষ্ট, ঘুমিয়ে যাই মা আমি
স্বপ্নে শুধু দেখবো মা তর মুখক্ষানি!!

মা তোমার দোয়াতে আমি ধন্য
দিয়ে ছিস মা আমায় জন্ম মা জগতের আলোর ঘরে।
তোর হাসি মুখ দেখলে মা গো আমি যে হই ধন্য!
মা তোমার সৃষ্টি আজ বিলপ্তীর পথে,
মুক্তি চায়-মা তোমার সন্তান,
বাঁচাতে চায় মা,তোমার গর্ভের মমতা
তোমার সৃষ্টির সবুজ বনলতা!

মা তোমারি সামনে হয় রক্তের হলি
তবু চোখ খুলে দেখনি মা,
তোমারি সৃষ্টি হয় বিলপ্তী….
তোমারি সৃষ্টিতে হয় মা,
জীবিত মানুষের মৃত ইতিহাস!

মা জমের ঘরে অকালে পরেছে ডাক
শ্মশানে হয়েছে মা গো তোমার সন্তানের সন্ন্যাস,
পোড়ে হয় ছাঁই জীবিত শরীরে-
তোমার শত মমাতা ভুলে অকালে।
তবু দেখনি মা নয়ন খুলে
তোমার সন্তান যাচ্ছে তোমাকে ভুলে
মৃত্যুর কূলে।

সঞ্জয় মালাকার//২১/১১/২০১৭/

৬২১জন ৫২৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ